দেশের শতকরা ৫৭ ভাগ শিশু শ্রমিক মারধরের শিকার হয় বলে জানিয়েছে দি নিলসেন কোম্পানি।এ প্রসঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি বলেন, শিশুশ্রমিকদের নির্যাতন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোববার সিরডাপ মিলনায়তনে এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।বাংলাদেশের শিশুশ্রমের পেছনে অন্তর্নিহিত কারণ এবং এর সম্ভাব্য প্রতিকার খুঁজে বের করার জন্য নিলসেন ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত ৬০০ শিশু শ্রমিকের তথ্য নিয়ে এ গবেষণা প্রকাশ করা হয়।বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি গবেষণার কাজটি দি নিলসেন কোম্পানি লিমিটেডকে দেয়।চুমকি বলেন, দেশে ৪৫ শতাংশ শিশু। এরা আমাদের ভবিষ্যৎ। সরকারের একার পক্ষে শিশুদের দেখভাল করা সম্ভব নয়। তাই দেশের বিভিন্ন সংস্থা সহ বাবা-মা’য়ের সহায়তা দরকার।গবেষণায় জানানো হয়, দেশে ১১ বছর বয়স থেকেই শিশুরা শ্রমে নিয়োজিত হয়। শতকরা ৭৯ ভাগ শিশুশ্রমিক স্কুল থেকে ঝরে পওে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হবার আগেই।
বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শিশুশ্রমিকরা দৈনিক ১০ ঘণ্টার উপরে কাজ করে মাসে আয় করছে এক হাজার ৪০০ থেকে ৫ হাজার টাকা।এই গবেষণায় শতকরা ৫২ ভাগ শিশুর বয়স ছিল ১৫-১৮, ৪৪ ভাগ ছিল ১০-১৪ বছরের এবং ৪ ভাগ শিশুর বয়স ছিল ৫-৯ বছর।গবেষণায় আরও জানানো হয়, শতকরা ৮০ ভাগ শিশুশ্রমিকের কর্মক্ষেত্রে কোনো ধরনের ওভার টাইমের সুযোগ নেই। এছাড়া ২২ শতাংশ শিশুশ্রমিক বর্তমানে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। ৩৫ শতাংশ শিশুশ্রমিক কর্মক্ষেত্রে কোনো ধরনের খাবার কিংবা সুপেয় পানির ব্যবস্থা নেই। এবং গৃহকর্মীদের ক্ষেত্রে শতকরা ৬৬ ভাগ মানসিক নির্যাতনের শিকার ও ৭ শতাংশ ধর্ষণের শিকার হয়।চুমকি জানান, কোনো শিশু রাস্তায় ঘুরবে না এবং রাতে ভালো পরিবেশে ঘুমাবে। এর জন্য মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় একযোগে কাজ শুরু করেছে।তিনি বলেন, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রেখে কোনো দেশ মধ্যম আয়ের লক্ষে পৌঁছাতে পারবে না।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে সম্পৃক্ত রেখে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারে না। তাই, শিশুশ্রম রোধে সরকারের পাশাপাশি বিত্তবান নাগরিকদের এগিয়ে আসতে হবে।প্রতিমন্ত্রী বলেন, পরিবারের সচেতনতাসহ সকলের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন হলে দেশে সব ধরনের শিশু নির্যাতন বন্ধ হবে। শিশুর বেড়ে উঠার পরিবেশ সুন্দর ও সাবলীল করতে মানবিক আচরণের চর্চা বাড়াতে হবে।চুমকি বলেন, আগে পাড়া বা মহল্লায় শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলার মাঠ ও পাঠাগার থাকতো। শিশুদের এ ধরনের বিনোদন দিলে শিশুরা আরও সুষ্ঠুভাবে গড়ে উঠবে।
তিনি বলেন, বর্তমান সরকার শিশুবান্ধব সরকার। জেলা পর্যায়ে শিশুদের পাঠ্যবইয়ের সঙ্গে সংগতি রেখে নানা শৈল্পিককাজে তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। যাতে তারা তাদের মেধার মূল্যায়ন করতে পারে।তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের ১০৯২১ নম্বরটি আগামী বছর থেকে সকল শ্রেণীর পাঠ্যবইয়ের পিছনে সংযুক্ত করা হবে, যাতে শিক্ষার্থী ও অভিভাবক এ বিষয়ে সচেতন হতে পারে। নির্যাতনের শিকার নারী ও শিশুর সহায়তার জন্য যে কোন টেলিফোন বা মোবাইল থেকে যোগাযোগ করে সহায়তা নিতে পারবে।তিনি বলেন, আইন থাকলেও যথাযথ বাস্তবায়ন না হওয়ায় এবং অজ্ঞতার কারণে অনেক মালিক ও অভিভাবক শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে সম্পৃক্ত করছে।তিনি বলেন, বাল্য বিয়ে রোধ ও ঝুঁকিপূর্ণ কাজে শিশু ও তার পরিবারকে নিরুৎসাহিত করতে সরকারের এনঅ্যাবেলিং এনভায়রনমেন্ট ফর চাইল্ড রাইটস (ইইসিআর) প্রকল্পের মাধ্যমে ১৪ থেকে ১৮ বছরের শিশুদের ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকা এককালীন অনুদান দেয়া হয়ে থাকে।সম্প্রতি শিশু হত্যা, নির্যাতনসহ সব ধরনের সহিংসতা বন্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহন করছে উল্লেখ করে তিনি বলেন, এসব অপরাধের বিরুদ্ধে তথ্যপ্রমানা পেলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ডেসিমিনেশন প্রোগ্রাম অন রিসার্চ ফাইন্ডিংস এনটাইটেলড চাইল্ড লেবার সিচুয়েশন ইন ইনফরমাল সেক্টরস অব বাংলাদেশ’ শীর্ষক এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির মহাসচিব মিজানুর রহমান খান লিটন এবং নির্বাহী পরিচালক আ.ফ.ম মতিউর রহমান। এছাড়াও বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির অনারারি সভাপতি মাসুদউর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।দি নিলসেন কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনাম মাহমুদ সভাপতিত্ব করেন।
গবেষণায় দেখা গেছে, শতকরা ৫২ ভাগ শিশুর বয়স ছিল ১৫ থেকে ১৮, ৪৪ ভাগ শিশুর বয়স ছিল ১০ থেকে ১৪ বছর এবং ৪ শতাংশ শিশু শ্রমিককের বয়স ছিল ৫ থেকে ৯ বছর।গবেষণায় দেখা গেছে, এসব শিশুরা ১১ বছর বয়স থেকে বিভিন্ন ধরনের শ্রমে নিয়োজিত। শতকরা ৭৯ ভাগ শিশু শ্রমিক স্কুল থেকে ঝরে যায় প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হবার আগেই। বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শিশু শ্রমিকরা দৈনিক ১০ ঘন্টার বেশী কাজ করে মাসে ১৪০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আয় করছে। শতকরা ৮০ ভাগ শিশু শ্রমিকের কর্মক্ষেত্রে কোন ধরনের ওভার টাইমের সুযোগ নেই। গবেষণায় আরও দেখা গেছে, শতকরা ২২ ভাগ শিশু শ্রমিক বর্তমানে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছে। ৩৫ ভাগ শিশুশ্রমিকের কর্মস্থলে খাবার ও সুপেয় পানির ব্যবস্থা নেই।