দূরপাল্লার মিসাইল ইঞ্জিনের পরীক্ষা চালালো উ. কোরিয়া

0
0

দূরপাল্লার মিসাইল ইঞ্জিনের পরীক্ষা চালালো উ. কোরিয়া
উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের জন্য একটি ইঞ্জিনের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে। সংবাদ সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়েছে, নতুন ধরণের এ ইঞ্জিন দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানার জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে উ. কোরিয়া। দেশটির পশ্চিম উপকূলের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে এ পরীক্ষা চালানো হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উ. কোরীয় নেতা কিম জং-উন এ পরীক্ষা পর্যবেক্ষণ করেন। কিম বলেন, যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডসহ বিশ্বে শয়তানদের যেকোন নরককুন্ডে উ. কোরিয়া এখন আঘাত করতে পারবে।

গত মার্চে উ. কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে খাপ খায় এমন ছোট পারমাণবিক যুদ্ধাস্ত্র তৈরির দাবি করেছিল। যদিও এ দাবি নিয়ে বিশেষজ্ঞদের সন্দেহ আছে। গত মাসে উ. কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় ‘নির্বিচারে’ পারমাণবিক হামলার হুমকিও দেয়। যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়ার বড় আকারের যৌথ সামরিক মহড়ার প্রেক্ষাপটে এ হুমকি দেয় দেশটি। এছাড়া গত জানুয়ারিতে একটি পারমাণবিক ও ফেব্রুয়ারিতে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে উ, কোরিয়া। এরপর যুক্তরাষ্ট্র দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here