বিশ্বের ১২০ টির বেশী দেশ জানিয়েছে, তারা বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় জাতিসংঘ চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত। ফ্রান্সের প্রতিবেশ মন্ত্রী সেগোলেন রয়্যাল বুধবার একথা জানিয়ে বলেন, গত বছর প্যারিসে জলবায়ু চুক্তি নিয়ে যে সমঝোতা হয় তাকে জেরালোভাবে সমর্থন দিলে আগামী ২২ এপ্রিল নিউইয়র্কে তা অনুমোদিত হতে পারে। গত বছর ডিসেম্বরে ফ্রান্সে বৈশ্বিক উষ্ণতা শিল্প বিপ্লবের আগের পর্যায়ের ২.০ ডিগ্রী সেলসিয়াসের নীচে ধরে রাখার লক্ষ্য নিয়ে বিশ্বের প্রায় ২শ’ দেশের সরকার একটি চুক্তিতে পৌঁছে।
প্যারিসে এক সংবাদ সম্মেলনে রয়্যাল বলেন, চুক্তিতে ১শ’ দেশ স্বাক্ষর করবে বলে ধারণা করলেও ইতোমধ্যে আমাদের সে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত ১২০ টির বেশী দেশ এ চুক্তিতে স্বাক্ষর করবে বলে জানিয়েছে।’ উল্লেখ্য, তিনি এবছর সিওপি২১’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সিওপি২১ হচ্ছে জাতিসংঘ জলবায়ু সংক্রান্ত বিভিন্ন পক্ষের ২১ তম সম্মেলনের সংক্ষিপ্ত রূপ। ৩২ পাতার ওই চুক্তি তে ২০২০ সাল থেকে বছরে বিশ্বের ধনী দেশগুলোকে জলবায়ু সহায়তা হিসেবে কমপক্ষে ১শ’ বিলিয়ন ডলার জমা দেয়ার আহবান জানানো হয়েছে।