সোহেল নিহত: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ২৩ জনকে বহিষ্কার

0
0

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ২৩ জনকে বহিষ্কার

নগরীর বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্কোন্দলের জেরে ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ সোহেল নিহতের ঘটনায় এবং বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণআইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৬ জনকে স্থায়ীসহ মোট ২৩ জনকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বিশ্ববিদ্যালেয়ের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মোট ২৩ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের ২০ জন বিশ্ববিদ্যালেয়ের বিবিএ’র এবং ৩ জন এমবিএ’র শিক্ষার্থী। এর মধ্যে ১৬ জনকে স্থায়ী এবং ৭ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে আরও সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে মঙ্গলবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমদ রাজীব চৌধুরী জানিয়েছেন।

প্রক্টর আহমদ রাজীব চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ প্রশাসনে গত ২৯ মার্চ হওয়া সংঘর্ষের পর তদন্তের প্রেক্ষিতে ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।এদের মধ্যে আশরাফুল ইসলাম, ওয়াহিদুজ্জামান নিশান, জিয়াউল হায়দার চৌধুরী, এস এম গোলাম মোস্তফা, তামিম উল আলম, রাশেদুল হক ইরফান ও নাজমুল হক বিবিএর ছাত্র।

এই ঘটনায় নিহতের বাবার করা হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহীম সোহান, কাজী জয়নাল আবেদীন, সাইফ উদ্দিন, আবু জাহেদ উজ্জ্বল, নিজাম উদ্দিন আবিদ ও নুরুল ফয়সাল স্যাম এমবিএর ছাত্র।বাকিদের মধ্যে আবু ফয়েজ এলএলএমের এবং সাইফুল মোহাম্মদ তারেক ও সাইফুল ইসলাম সাকিব এলএলবির ছাত্র।আরও সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে জানিয়ে প্রক্টর বলেন, পাশাপাশি কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না তা ১০ এপ্রিলের মধ্যে জানতে চেয়ে নোটিস দেওয়া হয়েছে।এরা হলেন- মোজাহিদুল ইসলাম, মোহাম্মদ মাসুক কালাম, কায়সারুল আলম, মনির আহমদ, কাজী মোহাম্মদ লিয়াকত, নিজামুল গালিব ইমন ও কাজী মো. আশরাফ সায়েদ; সবাই বিবিএর ছাত্র।গত ২৯ মার্চ নগরীর ওয়াসার মোড়ে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে এক অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিরোধের জের ধরে নাসিম আহমেদ সোহেলকে একদল শিক্ষার্থীর মারধরের মধ্যে তাদের একজনের ছুরিকাঘাতে নিহত হন।পরদিন সোহেলের বাবা আবু তাহের তার ছেলেরই এক সময়ের বন্ধু ইব্রাহীম সোহানসহ ১৬ জনের বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা করেন, যাতে অজ্ঞাতনামাদেরও আসামি করা হয়।পরে ভিডিও ফুটেজে সোহানকে ছুরি বের করে সোহেলকে আঘাত করতে দেখা যায় বলে পুলিশ জানিয়েছে।ওই মামলার সকল আসামিকেই বহিষ্কার করা হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here