রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ৫।মঙ্গলবার দুপুর ১টা ৪২ মিনিট ২৫ সেকেন্ডের মাথায় এ কম্পন অনুভূত হয়।
প্রাথমিকভাবে জানা যায়, কম্পনের মাত্রা ৪ দশমিক ৬। কিন্তু পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কম্পনের মাত্রা ৫। এর উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যের কাবিল এলাকার মাটি থেকে ১০ কিলোমিটার নিচে। ভূকম্পনটির অবস্থান বাংলাদেশের রংপুর থেকে ১২০ কিলোমিটার পূর্বে। এ ভূকম্পন বাংলাদেশ ছাড়াও ভারতের আসামে অনুভূত হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আবহাওয়াবিদ জাকির হোসেন জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত সীমান্ত মেঘালয়ের কাবিল এলাকায়। ঢাকা থেকে যার অবস্থান ২১২ কিলোমিটার উত্তর-পূর্বে।
আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে জেলার বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। রংপুর প্রতিনিধি জানিয়েছেন, দুপুর ১টা ৪২ মিনিটে জেলার বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।এদিকে ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাও কেঁপে ওঠে ভূমিকম্পে। আলিপুরদুয়ার, মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। এ সময় আতঙ্কে বাইরে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ।