বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জুয়ানপুর কুঠিবাড়ি গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরনে নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম তরিকুল ইসলাম। সে সিরাজগঞ্জের দামুয়া গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। পুলিশ জানায়, ২০০৫ সালে ১৭ আগষ্ট জঙ্গী সংগঠন জেএমবি’র সিরাজগঞ্জে সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামী হিসেবে গ্রেফতার হয়েছিল। তবে বোমা বিষ্ফোরনে নিহত আরেক জনের পরিচয় গত দু’দিনেরও পাওয়া যায়নি। তাদের মৃতদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।এদিকে, মিজান নামে যে সিএনজি চালক মহিপুরের ঐ বাড়ি ভাড়া নিয়েছিল পুলিশ তাকে ও তার সহযোগিদের ধরতে মাঠে নেমেছে।
গত রবিবার রাতে বগুড়ার শেরপুরের গাড়ীদহ ইউনিয়নের জুয়াপুর কুঠিবাড়ি গ্রামের একটি বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরনে দু’জন নিহত হয়। পরদিন সোমবার পুলিশ ঐ বাড়িতে অভিযান চালিয়ে ২০টি গ্রেনেড বোমা, ৪টি বিদেশী পিস্তল, ৪০ রাউন্ড গুলি ও বিপুল পরিমান এক্সপ্লোসিভ ক্সকুসিভসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে।