পহেলা বৈশাখে সময় বেঁধে দেয়ার নিষেধ মানবে না সংস্কৃতিকর্মীরা

0
0

পহেলা বৈশাখে সময় বেঁধে দেয়ার নিষেধ মানবে না সংস্কৃতিকর্মীরা

পহেলা বৈশাখে উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের সময় বেঁধে দেয়ার বিরোধিতা করছেন সংস্কৃতিকর্মীরা। অবিলম্বের এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। এই নির্দেশনা তারা মানবেন না বলেও জানিয়ে দিয়েছেন।মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সমাবেশ থেকে এ দাবি তোলে সম্মিলিন সাংস্কৃতিক জোট।তনু হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশের এ আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

পহেলা বিকেল ৫টার পরে উন্মুক্ত স্থানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না’ মর্মে নির্দেশনা জারি করেছে সরকার। শুধু তা-ই নয় মঙ্গলযাত্রা ও মেলায় মুখোশও নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হচ্ছে।সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, উৎসবে যে বিধিনিষেধ দেয়া হয়েছে সেটা সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত। এই সরকারের আমলে এ ধরনের সিদ্ধান্ত কীভাবে নেয়া হলো তা আমাদের বোধগম্য নয়। এই সিদ্ধান্ত সাংস্কৃতিক কর্মীদের পক্ষে মানা সম্ভব নয়। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন। অন্যথায় আমাদের কোনো দাবি নেই।

তিনি আরো বলেন, আমাদের নিরাপত্তা আপনাদের দিতে হবে না। জীবনের ঝুঁকি নিয়ে সংস্কৃতি কর্মীরা এটা উদযাপন করব। আপনারা এতে বাধা দেবেন না। তবে ভূভূজেলা নিষিদ্ধ করেছেন এটাকে স্বাগত জানাই। সমাবেশে নাসির উদ্দীন ইউসুফ বলেন, হঠাৎ করে দেখলাম পহেলা বৈশাখে মুখোশ ব্যবহার করা যাবে না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাখ্যান করছি। মুখোশ বাঙালির চিরন্তন সাংস্কৃতিক উপাদান। মুখোশ তো জাতির আশা আকাঙ্ক্ষা প্রকাশ করে। এই উপকরণকে তো বাদ দিয়ে কোনো উৎসব হয় না।সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, ঝুনা চৌধুরী, আক্তারুজ্জামান, আহমেদ গিয়াস, মাসকুর এ সাত্তার কল্লোল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here