মোসাক ফোনসেকা’র এক কোটি দশ লাখ গোপন নথি ফাঁস বিশ্ব জুড়ে আলোড়ন

0
0

file

পানামার আইনি প্রতিষ্ঠান মোসাক ফোনসেকা’র এক কোটি দশ লাখ গোপন নথি ফাঁস হয়ে যাবার পর বিশ্ব জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। ওই প্রতিষ্ঠানটি তার মক্কেলদের অর্থ পাচার ও ট্যাক্স ফাঁকিতে কী ধরনের সহায়তা করেছে নথিগুলোতে তার বিস্তারিত উল্লেখ রয়েছে। ইতোমধ্যে বিশ্বের ৭৮টি দেশ ওই নথিগুলো পর্যবেক্ষণ করতে শুরু করেছে এবং অর্থ পাচারের খবর ফাঁস হওয়ায় আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ডুর পদত্যাগের দাবি ওঠেছে। গোপনীয়তা রক্ষাকারী হিসেবে পৃথিবী জুড়ে সুনাম রয়েছে মোসাক ফোনসেকা’র। এটি পানামার একটি আইনি প্রতিষ্ঠান। সেখান থেকেই সম্প্রতি ফাঁস হয়েছে ওই ১ কোটি ১০ লাখ নথিপত্র। এই নথিগুলোই প্রমাণ দিচ্ছে যে, মোসাক ফোনসেকা তার মক্কেলদেরকে অর্থ পাচার, ট্যাক্স ফাঁকি এবং বিভিন্ন রকম নিষেধাজ্ঞাকে ফাঁকি দিতে এই আইনি প্রতিষ্ঠানটি তার মক্কেলদেরকে আইনি পরামর্শ দিয়ে আসছে। যদিও নথি ফাঁসের ঘটনার আগে নির্দিষ্ট মানুষ ছাড়া মোসাক ফোনসেকা নামক প্রতিষ্ঠানটির খবর সাধারণ মানুষ জানতো না বললেই চলে।

মোসাক ফোনসেকা কি?
মোসাক ফোনসেকা হলো পানামাভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠান। বিভিন্ন কোম্পানির হয়ে বর্হিদেশে যেমন ধরা যাক ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডে স্বল্প করের ভিত্তিতে বাণিজ্য পরিচালনাকারী এবং অর্থ পাচারকারী প্রতিষ্ঠান এটি। ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড বিদেশি কোম্পানিগুলোকে এক বছরের জন্য করমুক্ত বাণিজ্যের সুবিধা দেয়। এই করমুক্ত বাণিজ্যের সুবিধার হাত ধরেই বিভিন্ন কোম্পানি বা ধনী ব্যক্তির বিপুল অর্থ কর ছাড়াই পাচার করে প্রতিষ্ঠানটি। এছাড়াও সম্পদ ব্যবস্থাপনাগত সহায়তাও কোম্পানিটি করে থাকে।

এর ভিত্তি কোথায়?
প্রতিষ্ঠানটি পানামায় অবস্থিত হলেও এটা বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করে। এর ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বের ৪২টি দেশে মোট ৬০০জন কর্মী নিয়োজিত আছে এই প্রতিষ্ঠানের হয়ে। বিভিন্ন স্থানে তারা ফ্রাঞ্জাইজ করে থাকে, যেখানে পৃথক মালিকানার প্রতিষ্ঠানগুলো নতুন খদ্দের হিসেবে সদস্য হয় এবং নিজেদের পণ্যকে একটি নির্দিষ্ট ব্র্যান্ডে চালাতে পারে। মোসাক ফোনসেকা সুইজারল্যান্ড, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, জার্সি এবং ইজলে অব ম্যানের কর সুবিধা কাজে লাগায় ব্যবসায়িক স্বার্থে।

এর আয়তন?
মোসাক ফোনসেকা হলো বিশ্বব্যাপী বর্হিদেশে বাণিজ্যকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে চতুর্থ। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে তিন লক্ষাধিক কোম্পানির হয়ে কাজ করছে। যুক্তরাজ্যের সঙ্গে রয়েছে এর প্রত্যক্ষ যোগাযোগ। কারণ প্রতিষ্ঠানটির প্রায় অর্ধেক কোম্পানিই ব্রিটিশ প্রশাসনের কর সুবিধা আওতায় নথিভুক্ত করা হয়েছে। একই প্রথা যুক্তরাজ্য নিজের ক্ষেত্রেও প্রয়োগ করে।

ফাঁস হওয়া নথির পরিমান?
বিপুল সংখ্যক নথি ফাঁস হয়েছে। এযাবৎ নথি ফাঁসের ইতিহাসে সবচেয়ে কড় ফাঁসের ঘটনা এটি। এমনকি ২০১০ সালে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তারবার্তা ফাঁস হওয়ার ঘটনার চেয়েও বড়। এছাড়া ২০১৩ সালে এডওয়ার্ড স্নোডেন কর্তৃক গোয়েন্দা সংস্থার গোপন নথি ফাঁসের ঘটনাও মোসাক ফোনসেকা নথি ফাঁসের তুলনায় ছোটো। মোট ১১ দশমিক ৫ মিলিয়ন নথি এবং ২ দশমিক ৬ টেরাবাইট তথ্য মোসাক ফোনসেকার ডাটাবেজ থেকে ফাঁস হয়েছে।

পানামার আইনি প্রতিষ্ঠান মোসাক ফোনসেকা’র

যারা এই অফসোর স্ট্রাকচার ব্যবহার করছেন তারা কি সবাই ধোঁকাবাজ?
না। অফসোর স্ট্রাকচার ব্যবহার করা বৈধ। এটা করার পক্ষে বিভিন্ন নীতিগত এবং আইনগত যুক্তি রয়েছ। রাশিয়া এবং ইউক্রেনের মতো দেশের ব্যবসায়িরা তাদের সম্পদ দেশের বাইরেই রাখেন। কারণ তারা শত্রুর ভয়ে ভীত থাকা ছাড়াও দেশিয় মুদ্রনীতি এড়িয়ে যাওয়ার জন্যও করে থাকেন। আবার অনেকেই আছেন যারা উত্তরাধিকার সূত্রেই অফসোর স্ট্রাকচার ব্যবহার করেন ব্যবসার ক্ষেত্রে।

এদের মধ্যে কেউ কেউ হয়তো ধোঁকাবাজ?
হ্যা। গত বছর সিঙ্গাপুরে এক বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘দুর্ণীতিবাজ, অপরাধী এবং মুদ্রা পাঁচারকারীরা’ বিভিন্ন কোম্পানির হয়ে সুবিধা গ্রহন করে। সরকার এদের ব্যাপারে কিছু করার চেষ্টা করছে। যুক্তরাজ্য এই প্রথমবারের মতো একটি কেন্দ্রিয় নথি রাখতে চায় যাতে বর্হিদেশিয় কোম্পানির মুনাফার হিসেব রাখা যায়।

নথি ফাঁস সম্পর্কে মোসাক ফোনসেকার বক্তব্য কি?
প্রতিষ্ঠানটি এখনও এব্যাপারে মুখ খোলেনি। কারণ মক্কেল কোম্পানির নথি ফাঁস হয়ে যাওয়া খুবই বড় ধরনের অপরাধ। কিন্তু বর্তমানে এটা নির্ভর করছে পর্যাপ্ত যোগাযোগের উপর। মোসাক ফোনসেকা বলছে, তারা মুদ্রাপাচার বিরোধী আইনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং তার সকল মক্কেলদের ক্ষেত্রেই তা মানা হয়। প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত আইনি প্রতিষ্ঠান, ব্যাংক এবং হিসাবরক্ষকদের যাবতীয় তথ্য গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করাই তাদের অন্যতম কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here