সন্ত্রাসীদের থেকে পারমাণবিক হামলা যার মাধ্যমে পুরো বিশ্বের চিত্রটাই পাল্টে যেতে পারে, সে সম্ভাবনাকে সত্যি বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এর পারমাণবিক অস্ত্র অর্জন করাটা হবে বিশ্ব নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি।
ওয়াশিংটনে বিশ্ব পারমাণবিক নিরাপত্তা সম্মেলনে ওবামা বলেন, পারমাণবিক সন্ত্রাস রুখতে বিশ্ব নেতৃত্ব বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে। ওবামা বলেন, আইএস ইতোমধ্যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সিরিয়াতে। যদি এই উন্মাদরা পারমাণবিক বোমা হাতে পায়, তাহলে নিশ্চিত ভাবেই তারা অসংখ্য মানুষকে মারতে এটি ব্যবহার করবে। পারমাণবিক জঙ্গিবাদ রোখার একমাত্র সুরক্ষা হচ্ছে এই বোমা তৈরির উপকরণের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা যাতে এটি ভুল হাতে না পড়ে।
বিশ্বের ৫০ টি দেশ এই সম্মেলনে অংশ নিয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের সমালোচনায় ওয়াশিংটনে মিলিত হয়েছে। এই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেননি। এছাড়া পরমাণু শক্তিধর পাকিস্তানের প্রধানমন্ত্রী লাহোরে বোমা হামলায় বহু হতাহতের পরে ওয়াশিংটন সফর বাতিল করেন। বিবিসি।