পালমিরায় গণকবরের সন্ধান

0
0

011সম্প্রতি আইএসের বিরুদ্ধে কয়েক দফা অভিযান চালিয়ে সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরা দখল করেছে সিরীয় বাহিনী। সদ্যমুক্ত হওয়া হোমস প্রদেশের এই শহরটিতে গণকবরের সন্ধান পাওয়া গেছে। আইএসের পুতে রাখা বোমা এবং মাইন নিষ্ক্রিয় করার সময় গণকবরের সন্ধান পায় সিরীয় বাহিনী।

পালমিরার উত্তরপূর্বাঞ্চলীয় এলাকায় গণকবরটির সন্ধান পাওয়া গেছে।

পালমিরায় নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে আইএস। জঙ্গিরা নারী এবং শিশুসহ অন্তত ৪শ’ জনকে হত্যা করেছে। প্রায় এক বছর আইএসের দখলে থাকার পর প্রচণ্ড লড়াইয়ের মধ্য দিয়ে গত মাসের ২৭ তারিখে পালমিরাকে মুক্ত করা হয়।

সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, একটি গণকবর থেকে এ পর্যন্ত ২৫টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে পাঁচ নারী এবং তিন শিশুর দেহাবশেষ রয়েছে। গণকবরটি থেকে দেহাবশেষ উদ্ধারের প্রক্রিয়া এখনো চলছে।

পালমিরায় আরও গণকবর রয়েছে বলে সিরীয় কর্তৃপক্ষ ধারণা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here