কোহলিকে পিছনে ফেলে এগিয়ে তামিম

0
0

kohli-tamim-doinikbarta
ভারতে চলমান টি-২০ বিশ্বকাপের ফাইনালে আগামীকাল মুখোমুখি হতে দুই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। পুরো টুর্নামেন্টেই ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ভাল খেলেছেন তাতে কোন সন্দেহ নেই। একইভাবে ভাল খেলেছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবালও।  কোহলি অমুক, তমুক, স্পেশাল, অসাধারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে অনেকেই এ ধরনের মন্তব্য ভারতীয় এই স্পেশালিস্ট ব্যাটসম্যানকে নিয়ে। তবে, এই বিশ্বমঞ্চেই টাইগারদের ওপেনার তামিম ইকবালের কাছে বেশ কয়েক জায়গায় হার মেনেছেন কোহলি।

ভারতীয কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব কোহলির প্রশংসা করে বলেছিলেন, ব্যাট হাতে প্রতিভাবান এই ক্রিকেটারকে অভিনন্দন জানাই। ওয়েস্ট ইন্ডিজর কিংবদস্তি ব্রায়ান লারা জানান, ‘অবিশ্বাস্য একজন ব্যাটসম্যান কোহলি। আর কিছু বলার দরকার নেই।’ ভারতের সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘কোহলি দলে সচিন টেন্ডুলকারের মর্যাদাকেও ছাড়িয়ে যাচ্ছে।।’  সুনীল গাভাস্কার তো বলেই দিয়েছেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে এ মুহূর্তে বিশ্বেও সেরা ব্যাটসম্যান কোহলি, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই।’  কোহলি বন্দনায় মুখর ছিলেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথরা। আরও ছিলেন মাইকেল ভন, ব্রেট লি, স্কট স্টাইরিস, ডোয়াইন ব্রাভো, মার্টিন গাপটিল, ড্যারেন স্যামি, রস টেইলররা। এমনকি কোহলি বন্দনায় মুখর ছিলেন টটেনহামের ইংলিশ স্ট্রাইকার হ্যারিকেন।

চার-ছক্কার মারকাটারি বিশ্বকাপের মঞ্চে পারফর্মের ভিত্তিতে কোহলিকে এগিয়ে রাখলেও ভারতীয় ব্যাটসম্যানের থেকে একাধিক জায়গায় এগিয়ে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপের আর মাত্র একটি ম্যাচই বাকি। ফাইনাল এই ম্যাচের আগে তামিম বিশ্বকাপের সর্বোচ্চ রান, ইনিংস সর্বোচ্চ ব্যক্তিগত রান, মোট ছক্কা, এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা আর এক ইনিংস থেকে বাউন্ডারি থেকে আসা রানের হিসেবে কোহলির উপরেই অবস্থান করছেন।  বিশ্বকাপের ৬ ম্যাচ খেলে তামিম রান করেছেন ২৯৫। যেখানে ৫ ম্যাচ খেলা কোহলি করেছেন ২৭৩ রান। তৃতীয় অবস্থানে ৭ ম্যাচ খেলা আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ। চারে রয়েছেন ইংল্যান্ডের জো রুট (১৯৫)। ১৮৩ রান করে পাঁচ নম্বরে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় আর ১৫৫ রান করে আরেক ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার রয়েছেন ছয় নম্বরে।

আগামীকাল কলকাতার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে ইংল্যান্ড। ফলে, এই টি-২০ বিশ্বকাপের আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারী হতে গেলে সুযোগ থাকছে জো রুট, জেসন রয় আর জোস বাটলারের। তবে, সেক্ষেত্রে তিন ইংলিশ ব্যাটসম্যানকেই ছুঁতে হবে তিন অঙ্কের ম্যাজিক ফিগার। আর নয়তো তামিমই থেকে যাবেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী। এবারের আসরে প্রশংসায় ভাসা কোহলির থেকে ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ রান তোলার ক্ষেত্রেও এগিয়ে তামিম। ১০৩ রান করে অপরাজিত ছিলেন তামিম। যেখানে কোহলি ৮৯ রান করে অপরাজিত থাকেন। ইনিংস সর্বোচ্চ ব্যক্তিগত রানের এই তালিকায় শীর্ষে থাকা তামিমের পরেই রয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল (১০০ অপ)। তিন নম্বরে কোহলি।

চার-ছক্কার ধুন্ধুমার ক্রিকেটের বিশ্বমঞ্চে ছক্কায় এগিয়ে তামিম। কোহলি যেখানে সর্বসাকুল্যে ছক্কা হাঁকিয়েছেন মাত্র ৫টি, সেখানে তামিমের ছক্কা ১৪টি। ১২টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় দুইয়ে আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। আর ১১টি ছক্কা হাঁকিয়ে তিন নম্বরে ক্রিস গেইল।  এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় গেইলের পরেই তামিম। ৪৮ বলে ইংল্যান্ডের বিপক্ষে শতক পাওয়ার ম্যাচে গেইল হাঁকান ১১টি ছক্কা। ওমানের বিপক্ষে শতক পাওয়া ম্যাচে তামিম পেয়েছিলেন ৫টি ছক্কার দেখা।

ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৮৯ রান করার পথে কোহলি বাউন্ডারি থেকে পেয়েছিলেন ৫০ রান। যেখানে ছিল ১১টি চারের সঙ্গে একটি ছক্কা। অপরদিকে, তামিম অপরাজিত ১০৩ রান করার ইনিংসে বাউন্ডারি থেকে পেয়েছিলেন ৭০ রান। যেখানে ছিল ১০টি বাউন্ডারি আর ৫টি ওভার বাউন্ডারি। এই তালিকায় শীর্ষে ৮৬ রান পাওয়া গেইল। তার ইনিংসে ছিল ৫টি চারের সঙ্গে ১১টি ছক্কার মার। তালিকায় গেইলের পরেই রয়েছেন তামিম। আর কোহলির অবস্থান আট নম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here