জাপান সাগরে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুঁড়েছে উ. কোরিয়া

0
0

1111উত্তর কোরিয়া জাপান সাগরে একটি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুঁড়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় আজ দুপুর ১টায় এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে ইয়োনহ্যাপের খবরে বলা হয়, সন্দেহজনক ক্ষেপণাস্ত্রটি কোন পথে গেছে তা বিশ্লেষণ করছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বিশেষজ্ঞরা।

এর আগে গত জানুয়ারি মাসে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করেছে পিয়ংইয়ং। এ ছাড়া, গত মাসের গোড়ার দিকে জাপান সাগরে পাঁচটি ক্ষুদ্রপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া।

 এদিকে, উত্তর কোরিয়ার পরমাণু তৎপরতার জবাবে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা কোরিয় উপদ্বীপে বিশাল সামরিক মহড়া চালাচ্ছে। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত এ মহড়া চলবে বলে কথা রয়েছে। এ মহড়ায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পরমাণু স্থাপনায় হামলার অনুশীলণ চালানো হয়েছে। পিয়ংইয়ং এ মহড়াকে উস্কানি হিসেবে চিহ্নিত করেছে। খবর রয়টার্সের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here