কলকাতায় ফ্লাইওভার ধসে ২৪ জন নিহত হয়েছে। আরো বাড়তে পারে নিহতের সংখ্যা। তবে এই দুর্ঘটনাকে ফ্লাইওভার নির্মাতারা ‘এক্ট অফ গড’ বা ‘ইশ্বরে ইচ্ছা’ বলে অভিহিত করল।
হায়দ্রাবাদ ভিত্তিক আইভিআরসিএল গ্রুপের কর্মকর্তা পানদুরঙ্গ রায় বলেন, ‘এটা ইশ্বরের ইচ্ছা ছাড়া আর কিছু হতে পারে না। বিগত ২৭ বছরে এমন কিছু হয়নি।’
তিনি বলেন, ফ্লাইওভারের ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ফ্লাইওভারের গার্ডার হয়তো মিস হয়ে গেছে এবং আরেকটি পড়ে গেছে ‘
তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, নির্মাতাদের ভুলেই এমন মর্মান্তিক ঘটনা ঘটল। নির্মাতাদের এমন দায়সারা বক্তব্য দিতে পারেন না। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। নির্মাণকারী প্রতিষ্ঠান থেকে জানানো হয়, দুর্ঘটনার সময় ৩০ থেকে ৪০ জন কর্মী সেখানে কাজ করছিল।
২০০৯ সাল থেকেই দুই কিলোমিটারব্যাপী উড়ালসেতু নির্মাণের কাজ চলছিল। পরে বৃহস্পতিবার সকালে সেটি ধসে পড়ে। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন অনেকে। এনডিটিভি