বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান জানান।
নিহত শিশুটির নাম শুভ ঘোষ। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ফখরুজ্জামান বাংলার চোখকে বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে শিশুটি মারা যায়।”
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জে এক কেন্দ্রের বাইরে দুই পক্ষের গোলাগুলির মধ্যে দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
হযরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আয়নাল হোসেন, বিএনপির প্রার্থী নুরুল হক রিপন।
কেরানীগঞ্জ পুলিশের এস আই মনিরুজ্জামান দৈনিক বার্তাকে বলেন, “কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের গুলিতে শিশুটি আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।”
রিটার্নিং কর্মকর্তা শাহজাহান আলী দৈনিক বার্তাকে বলেন, “কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা হয়নি। ভোট চলছে। প্রিজাইডিং অফিসারের কাছে জেনেছি, বাইরে সংঘর্ষের মধ্যে এক শিশু মারা গেছে।”
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দেশের ৬৩৯টি ইউপিতে এ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হচ্ছে। তফসিল ঘোষণার পর থেকে গত দেড় মাসে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে অন্তত দুই ডজন লোকের প্রাণহানি ঘটেছে।