নেতাকর্মীদের শুভেচ্ছা জানানোর সুযোগ পেলেন না মির্জা ফখরুল’

0
0
01বিএনপির মহাসচিব হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানানোর সুযোগ পেলেন না বলে ক্ষোভ প্রকাশ করলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি  বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব ঘোষণা দেয়ার পরই তাকে কারাগারে পাঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানানোর সুযোগটাও দিলেন না। তিনি অবিলম্বে মহাসচিবের মুক্তি দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অন্যথায় কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুশিয়ারি দেন।
এরআগে সকালে ১১টায় সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী মির্জা ফখরুল ইসলামকে দলের মহাসচিব ঘোষণাা দেন। দুই ঘন্টা পরেই আদালত থেকে খবর আসে ফখরুলের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। এ খবরের পরপরই দলীয় নেতাকর্মীরা পল্টনে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে। তারপরে কার্যালয়  এসে  সংবাদ সম্মেলন করেন রিজভী।
তিনি  বলেন, এটা  শুধু মির্জা ফখরুলকে জেলে পাঠানো নয়, পুরো বিএনপির ওপরে নগ্ন হস্তক্ষেপ। তাকে মহাসচিব ঘোষণা দেয়ার পর সরকার ভয় পেয়েছে। তারা মনে করেছে দলে নতুন করে মেরুকরণ হবে। তাই জেলে পাঠিয়েছে।
মির্জা ফখরুলকে মহাসচিব ঘোষণা দেয়ার দুই ঘন্টার মধ্যে তাকে জেলে পাঠিয়েছে। তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর জন্য নেতাকর্মীরা কার্যালয়ে অপেক্ষা করছিল। সেই সুযোগটুকু দেয়া হয়নি।
এ সময়ে উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন,বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, মাহাবুবুল হক নান্নু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here