পাখির মতো গুলি করে মারলেও বিচার হয় না: এরশাদ

0
0
01জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের রাজনীতিকে মানুষ এখন ঘৃণা করে। কারণ আজ মানুষকে পাখির মতো গুলি করে মারলেও বিচার হয় না। এ কোন সভ্য সমাজে বাস করছি বুঝতে পারছি না। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসু ঘটনায় ২১ জন প্রান হারিয়েছে। এখন দেশে রাজনীতি বলতে কিছু নাই। সবচেয়ে ঘৃনিত এখন রাজনীতিবিদরা।
মঙ্গলবার বিকেলে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ আজ কেমন আছে সেটা আপনারাই ভালো জানেন। এজন্যই দেশের মানুষ আজ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তিনি সাম্প্রতিক সময়ে দেশের আলোচিত তনু হত্যার তীব্র সমালোচনা করে বলেন, দেশে বর্তমানে শিশু, নারী ধর্ষন ও হত্যা বেড়ে গেছে। যদি এ জন্য বিচার হতো, সাজা হতো ও দোষীদের আদালতে যেতে হতো তাহলে এসব হতো না।
তিনি আরো বলেন, দেশে আজ ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা চুরি হলেও কেউ কিছুই বলতে পারেন না। পৃথিবীতে এমন ঘটনা আর কোথাও ঘটেছে কি-না কেউ হয়তো তা বলতে পারবেন না।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি তার বক্তব্য বলেন, সরকার এখন খুড়িয়ে চলছে। গণ মানুষ থেকে সরকার আজ বিচ্ছিন্ন। এজন্যই দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার (এমপি), রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আসিফ শাহরিয়ার, রংপুর মহানগর এর আহবায়ক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিন বাবুল, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ,কে,এম মাহাবুবুল আলম মিঠু।
সম্মেলনে গোলাম মোহাম্মদ কাদের’কে সভাপতি ও এ.কে.এম মাহাবুবুল আলম মিঠু’কে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা দেন এরশাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here