লক্ষীপুরের রামগঞ্জে মাথা ন্যাড়া করে দেওয়া নারী খুশিদার নির্যাতনকারীদের সরকার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে বলে জানিছেন চাঁদপুর-লক্ষীপুর নির্বাচনী এলাকার আওয়ামী লীগের সংরক্ষিত এমপি অ্যাড. নুরজাহান বেগম মুক্তা।
মঙ্গলবার লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম বিঘা সর্দার বাড়ীর স্বামী পরিতাক্তা আ.কাদেরের নির্যাতিতা স্ত্রী খুশীদা বেগমকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নুরজাহান বেগম আরও বলেন, প্রধানমন্ত্রী বিশ্বে নারী অধিকার প্রতিষ্ঠার একটি রোল মডেল। এ সরকারের আমলেই নারীদের ক্ষমতায়ন হয়েছে এবং নারীরা সমাজে শুধু নারী নয় একজন মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছে। সরকার সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন, ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। অপরাধীরা যে দলের হোক তাদেরকে আইনের আওয়তায় আনা হবে।
এ সময় নির্যাতিতা খুরশীদাকে নির্যাতনের পর তার মাথা ন্যাড়ার করে দেওয়ার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তার সু-চিকিৎসা ও সন্তানদের দেখবাল করার দায়িত্ব নেন। এছাড়া তিনি পরিবারটিকে একটি সেলাই মেশিন প্রদান করেন এবং খুব দ্রুততম সময়ে উন্নতি চিকিৎসার জন্য নিজ দায়িত্বে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার আশ্বাস দেন।
প্রসঙ্গত, গত ২২ মার্চ ওই এলাকায় মিথ্যা অপবাদ দিয়ে খুশিদাকে শারিরীক নির্যাতনের শেষে প্রকাশ্যে দিবালকে তার মাথা নাড়া করে দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় ৩ জনকে আসামি করে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এদের মধ্যে ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিরা গ্রেফতার না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে থানায় অফিসার ইনচার্জকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার, পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, থানার অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া প্রমুখ।