বাংলাদেশ-ভারত ম্যাচের ফল সন্দেহজনক

0
0
0101নিঃসন্দেহে দিনটি ভুলেই যেতে চাইবে বাংলাদেশের ক্রিকেট!

তিন বলে ভারতের বিপক্ষে ব্যাঙ্গালুরুর মাটিতে জয়ের জন্য যখন দুই রান দরকার তখন ব্যাটসম্যানদের পর পর আত্মহত্যায় হাতের মুঠোয় থাকা ম্যাচ চলে গেলো স্বাগতিকদের হাতে।

২৩ মার্চের সেই ম্যাচের পর থেকেই চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। আর তার আগুনে ঘিঁ ঢাললেন এবার সাবেক পাকিস্তানি অফ স্পিনার তৌসিফ আহমেদ। ম্যাচটাকে স্রেফ পাতানো বলে দাবি করলেন ৩৪ টেস্ট ও ৭০ টি ওয়ানডে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই ক্রিকেটার।

৫৭ বছর বয়সী তৌসিফ মনে করেন, বাংলাদেশ-ভারতের এই ম্যাচ নিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির তদন্ত করা উচিৎ। পাকিস্তানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিও সুপারে তিনি এই ব্যাপারে বলেন, ‘যেভাবে ম্যাচটা শেষ হয়েছে, তাকে আমার কাছে মোটেও ঠিক মনে হয়নি। আমার মনে হয়, এ বিষয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির এই ব্যাপারে তদন্ত করা উচিৎ।’

বাংলাদেশ শেষ বলে হেরে যাওয়াকে তিনি কোন ভাবেই স্বাভাবিকভাবে দেখতে রাজি নন। তার মতে, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের প্রথমে স্কোর সমতায় নিয়ে এরপর বড় শট খেলার চেষ্টা করা উচিৎ ছিল।

বললেন, ‘বাংলাদেশ এখন আর কোন অনভিজ্ঞ দল নয়। আর ওই সময়ে ওদের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান ক্রিজে। ওরা প্রথমে স্কোরটাকে সমতায় আনবে। তার আগেই কেন বড় শট খেলার চেষ্টা করবে!’

তৌসিফ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কাজ করেছেন ইসলামাবাদ ইউনাইটেডের সাথে। পাকিস্তান ‘এ’ দলেরও তিনি প্রধান কোচ। আর নিজের অভিজ্ঞতা থেকে তিনি বললেন, নিজের চোখে যা দেখেছেন তাকে তার মোটেও ঠিক বলে মনে হয়নি।

বললেন, ‘আমি জানি না এখানে আর কি বলার আছে। সবচেয়ে ভালো হয় যদি আইসিসি ম্যাচটা নিয়ে একবার তদন্ত করে দেখে। আর দেখুন, এখন সবাই জানে ক্রিকেট ম্যাচের ভিতরে কী হয়, তাই এই ম্যাচের তদন্ত চাওয়া মোটেই বাড়াবাড়ি কিছু নয়।’

শেষ বলে পাওয়া ওই জয়েই সেমিফাইনালের স্বপ্ন বেঁচে থাকে ভারতের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here