পাকিস্তানের মাটিতে খেলবে আফগানরা

0
0

Afghanistan cricket board

এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছিল আফগানিস্তানকে। তবে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব পেরিয়ে সুপার টেনে খেলছে তারা। মূলপর্বে উঠেও দুর্দান্ত খেলে যাওয়া আফগানদের নিয়ে ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।পাকিস্তানের মাটিতে আফগানদের খেলার জন্য পিসিবি থেকে অনুরোধ করা হবে বলে জানায় দেশটির সংবাদমাধ্যমগুলো।বিশ্বকাপ শেষেই পাকিস্তানের মাটিতে এই দ্বিপাক্ষিক সিরিজটি আয়োজন করা হবে বলে পিসিবির একটি সূত্র জানায়।পিসিবি থেকে জানানো হয়, আগামী এপ্রিলেই সিরিজটি আয়োজন করতে ইচ্ছুক পাকিস্তান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে দুটি চারদিনের ম্যাচের পাশাপাশি তিনটি ওয়ানডে ম্যাচ খেলার প্রস্তাব পাঠানো হয়েছে। তবে, ব্যস্ত সূচির কারণে সেটি কমিয়ে শুধুমাত্র তিন ম্যাচের ওয়ানডে সিরিজ করা হতে পারে।

সিরিজ আয়োজন করলেও পাকিস্তানের কোন ভেনুেেত খেলা হবে সেটি প্রসঙ্গে পিসিবি থেকে জানানো হয়, দুই দেশের বোর্ড খুব শিগগিরই সিরিজ নিয়ে আলোচনায় বসবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কোন ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।গত বছরের শেষ দিকে আফগানিস্তানের বর্তমান কোচ ইনজামাম উল হক পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে তার শিষ্যদের খেলার ব্যাপারে পিসিবিকে অনুরোধ করেন। তারই ধারাবাহিকতায় আয়োজিত হতে যাচ্ছে দুই দেশের ওয়ানডে সিরিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here