রাজধানীতে ৩৫ লক্ষ টাকা’র বাংলাদেশী জালনোট উদ্ধার ঃ গ্রেফতার ৩

0
0

রাজধানীতে ৩৫ লক্ষ টাকা’র বাংলাদেশী জালনোট উদ্ধার ঃ গ্রেফতার ৩

আজ ২৩/০৩/২০১৬ তারিখ ভোর ০৫.০৫ টায় ঢাকা রাজধানীর রমনা থানার হোটেল রুপসী বাংলা মোড়ে অভিযান পরিচালনা করে জালিয়াত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য (পশ্চিম) বিভাগ এর অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ টিম। গ্রেফতারকৃতরা হল মোঃ অলি, মোঃ লিটন মিয়া ও মোঃ রনি মিয়া। এ সময় তাদের হেফাজত হতে ৩৫ লক্ষ টাকার বাংলাদেশী জাল নোট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা দীর্ঘ প্রায় ৫/৬ বছর যাবত পরস্পর যোগসাজশে জালনোট প্রস্তুতকারীর মূলহোতা পলাতক আসামী মোঃ সাহাবুদ্দিন সহ বিভিন্ন উৎস থেকে বিভিন্ন মানের বাংলাদেশী জালনোট ক্রয় করে ঢাকা মহানগর ও এর আশপাশে বিভিন্ন জেলায় জালটাকা ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছে। তাদের সহযোগী পলাতক অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গোয়েন্দা ও অপরাধতথ্য (পশ্চিম) বিভাগ এর উপ-পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান এর সার্বিক নিদের্শনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম এর তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here