গত ২২/০৩/২০১৬ তারিখ রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য (উত্তর) বিভাগ এর অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ টিম। গ্রেফতারকৃতরা হল খন্দকার বাহারুল আলম, মোঃ জাফর ও মোঃ রাজু। এ সময় তাদের হেফাজত হতে ২টি খেলনা পিস্তল, ২টি ছোরা, ১ জোড়া হ্যান্ডকাপ, ৪টি মোবাইল ও ১টি প্রাইভেট কার (যার নং-ঢাকা-মেট্রো-খ-১২-২২২০) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত তাদের দলনেতা আজীবর (কথিত কাস্টম কর্মকর্তা) এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে বিমানবন্দর দিয়ে বিদেশ থেকে আমদানীকৃত বিভিন্ন ক্যামিকেলসহ অন্যান্য মূল্যবান দ্রব্যাদি গন্তব্যে পৌঁছানোর সময় তারা গাড়িটির পিছু নিয়ে ডিবি পরিচয়ে সুবিধাজনক স্থানে গাড়ি থামিয়ে কাগজপত্র দেখার নাম করে গাড়ির ড্রাইভার ও সাথে থাকা লোকজনের হাতে হাতকড়া পরিয়ে ডাকাতি সম্পাদন করে পালিয়ে যায়। তাদের সহযোগী পলাতক অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (উত্তর) এর উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম(বার) এর নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহদুদুল কবীর এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্ধসঢ়;স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।