তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান ব্রাসেলসে ভয়াবহ বোমা হামলার কথা আগেই জানতেন কি-না সে বিষয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তুরস্কের রাজধানী আঙ্কারায় চলতি মাসের ১৩ তারিখে ভয়াবহ গাড়িবোমা হামলায় ১৩ জন নিহত এবং ৩৭ জন আহত হওয়াকে কেন্দ্র করে এরদোগানের দেয়া বিবৃতির জের ধরে এ প্রশ্ন তোলা হয়েছে। এ বিবৃতিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বোমা হামলা হতে পারে আশংকা ব্যক্ত করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট।
শুক্রবার এক ভাষণে তিনি বলেছিলেন, আঙ্কারায় যেমন বোমা হামলা হয়েছে তেমন বোমা হামলা ব্রাসেলস বা ইউরোপের অন্যান্য নগরীতে না হওয়ার কোনো কারণই নেই। তুরস্কের উপকূলীয় শহর কানাকালে দ্বিতীয় যুদ্ধের সময়কার লড়াইয়ের স্মরণে আয়োজিত অনুষ্ঠান এ কথা বলেন এরদোগান।
তার এ বক্তব্য দেয়ার মাত্র পাঁচ দিনের মাথায় অর্থাৎ মঙ্গলবার ব্রাসেলসে বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে পৃথক বোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত এবং প্রায় দুইশ’ জন আহত হয়।
এ ছাড়া, ব্রাসেলস এবং আঙ্কারার হামলার প্রকৃতি আলাদা এবং এদের মধ্যে কোনো মিলই নেই। আঙ্কারায় হামলার দায় স্বীকার করেছে, কুর্দিস্তান ওয়ার্কার্স পাটি বা পিকেকে’র সঙ্গে যুক্ত জঙ্গিগোষ্ঠী। অন্যদিকে ব্রাসেলসে হামলার দায় স্বীকার করেছে আইসিস।
ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের ভবনের কাছে পিকেকে’কে তাঁবু গড়তে দেয়ায় ক্রুদ্ধ এরদোগান ইউরোপের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন।
সূত্র : রেডিও তেহরান