বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণ পিঙ্গলাকাঠী (হাজ্বীপাড়া) গ্রামের বিজয়ী ইউপি সদস্য ও তার সমর্থকরা গতকাল বুধবার সকালে ওই ওয়ার্ডের নির্বাচনে পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা চালিয়ে দুটি বসত ঘর, একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করেছে। এ হামলায় নারীসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ওয়ার্ডের পরাজিত সাধারন সদস্য পদের প্রার্থী জাকির হোসেন হাওলাদার অভিযোগ করেন, বুধবার সকাল ৮টার দিকে বিজয়ী প্রার্থী বিএনপি নেতা আলীম হাওলাদার ও তার সমর্থক জামাল খন্দকারের নেতৃত্বে তাদের ৫০/৬০জন সমর্থক হামলা চালিয়ে তার বসত ঘরসহ চাচা জলিল হাওলাদারের ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ ছাড়া তার সমর্থক আনোয়ার হোসেনের হাজ্বীপাড়া বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়।
এ সময় সন্ত্রাসী হামলায় মঞ্জু বেগম, হাকিম হাওলাদার, রাসেল সিকদার, অহিদুল হাওলাদার, আব্দুর রহমান, জহুরুল হাওলাদার, লিপি বেগম, মিনারা বেগম, আনোয়ার হাওলাদার, আবুল কালাম, জলিল হাওলাদার আহত হয়। গুরুতর আহত ৫জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন জানান, খবর পেয়ে তিনি একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, ঘটনার পর ওই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।