বাঁ হাতও ভারমুক্ত আবুল বাজনদারের

0
15

102ডান হাতে অস্ত্রোপচারে প্রায় এক মাস পর আবুল বাজনদারের বাঁ হাত থেকেও কয়েক কেজি ওজনের আঁচিল সরাতে অস্ত্রোপচার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল ১১টা থেকে দেড় ঘণ্টা তার অস্ত্রোপচার হয় বলে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান।

অস্ত্রোপচারের পর আবুল সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

ত্বকে ভাইরাসের সংক্রমণে হাত-পায়ে গাছের শাখা-প্রশাখার মতো আঁচিল নিয়ে ‘বৃক্ষমানব’ পরিচিতি পাওয়া আবুলের ডানহাতে অস্ত্রোপচার হয় গত ২১ ফেব্রুয়ারি।

এরপর তার ডান হাতে বেশ কয়েকবার ড্রেসিং করা হয় এবং ওই হাতের অবস্থা ভালো থাকায় বাঁ হাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয় বলে ডা. সামন্ত লাল জানান।

আবুলের অস্ত্রোপচারে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক আবুল কালামসহ তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের নয় সদস্যের সবাই উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

বিরল রোগ ‘ট্রি ম্যান সিনড্রোম’(চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরুসিফারমিস) এর চিকিৎসার জন্য গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেলে ভর্তি হন খুলনার আবুল বাজনদার।

তার দুই হাতে প্রায় ১০ কেজি ওজনের আঁচিল ছিল; পায়েও প্রায় কাছাকাছি ওজনের আঁচিল রয়েছে।

এর আগে বিশ্বে এ রোগে আক্রান্ত মাত্র দুজনকে পাওয়া গেছে- একজন রোমানিয়ার, আর অন্যজন ইন্দোনেশিয়ার।

পেশায় ভ্যানচালক আবুলের চিকিৎসার খরচ দিচ্ছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here