তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন। শহরের ওই এলাকাটি পর্যটকদের কাছে জনপ্রিয়। খবর- বিবিসির।
হামলায় আরো ২০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। ছুটির দিনে ওই এলাকাটিতে বহু মানুষের সমাগম হয়।
গত রবিবার দেশটির রাজধানী আঙ্কারায় অপর এক হামলায় ৩৭ জন নিহত হন। কুর্দি চরমপন্থীদের একটি গ্রুপ রবিবারের হামলার দায় স্বীকার করে বলেছে, কুর্দিদের ওপর সেনাবাহিনীর অত্যাচারের প্রতিশোধ ছিল ওই হামলা। এর আগে গত মাসেও আঙ্কারায় হামলার ঘটনা ঘটেছিল। সেনাবাহিনীর গাড়িবহরে হামলায় তখন ২৮ জন প্রাণ হারান।
এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান বলেছিলেন, সন্ত্রাসীরা সেনাবাহিনীর অঙ্গে পেরে উঠতে না পেরে জনগণকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।