উন্মুক্ত সম্মেলনের দিকে যাচ্ছে রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে শেষ পর্যন্ত এ সিদ্ধান্তই নেবে দলটি। তবে এতে করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শিবিরে শিবিরে লড়াই বাঁধতে পারে। হাউস অব রিপ্রেজেন্টেটিভ স্পিকার পল রায়ান এ বক্তব্য দিয়েছেন। রিপাবলিকান দল থেকে বর্তমানে সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর এ মন্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে জুলাইয়ের সমাবেশের আগে পর্যাপ্ত পরিমাণ ডেলিগেট পাবেন না ডোনাল্ড ট্রা¤প। এ খবর দিয়েছে জি নিউজ। রায়ান গতকাল বলেন, আগের চেয়েও এখন আরও বেশি মনে হচ্ছে যে উন্মুক্ত সম্মেলনই হবে। জুলাইয়ে ক্লিভল্যান্ডে অনুষ্ঠেয় ওই সম্মেলনের চেয়ারম্যানও পল রায়ান।
সম্মেলনে রিপাবলিকান পার্টির ২৪৭২ জন ডিলেগেট একজন দলীয় প্রার্থী ঠিক করবেন। বর্তমানে বিতর্কিত রিয়েল স্টেট ব্যবসায়ী ডোনাল্ড ট্রা¤প সবচেয়ে বেশি ডেলিগেট পেয়ে শীর্ষস্থানে আছেন। তার প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজও একেবারে খুব দূরে নেই। কিছু ডেলিগেট হাতিয়েছেন ওহাইয়োর গভর্নর জন কাসিচ। তাই নিরঙ্কুশ সমর্থন কেউ পাচ্ছেন না। চ’ড়ান্ত মনোনয়ন পেতে হলে বাকি থাকা ডেলিগেটদের অর্ধেকেরও বেশি জিততে হবে ট্রা¤পকে। ৮০ শতাংশ ডেলিগেট জিততে হবে ক্রুজের। এবং কাসিচের প্রার্থীতার দৌড় ইতিমধ্যে শেষ।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কেউ পর্যাপ্ত আসন না পেলে, একটি সম্মেলনের মধ্যেই ডেলিগেটদের সরাসরি ভোটে প্রার্থী নির্বাচিত হবেন। তবে এ ধরণের ঘটনা খুবই বিরল। ১৯৭৬ সালে সর্বশেষ এ ঘটনা ঘটেছিল।