ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট জেজোমার বিনয়ের আইনি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ হংকং-এ পাচারের সঙ্গে জড়িত বলে যে খবর এসেছে, তা অস্বীকার করেছে তার শিবির। বর্তমানে বিনয় দেশটির প্রেসিডেন্ট পদে লড়ছেন। তার শিবির থেকে বলা হয়েছে, এ ধরণের কোন ব্যাংক লেনদেনের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জড়িত নন। এ খবর দিয়েছে এনকোয়ার। এর আগে খবর এসেছিল, বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮.১ কোটি ডলারের মধ্যে ১০ কোটিরও বেশি পেসো হংকং-এ পাঠিয়েছে বিনয়ের আইনি প্রতিষ্ঠান।
তবে বিনয়ের আইনজীবী ক্লারো সেরতেজা বলেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি পত্রিকায় যেসব লেনদেনের কথা বলা হচ্ছে, সেসবের কোনটির সঙ্গেই ভাইস প্রেসিডেন্ট জড়িত নন। তবে তিনি কথিত এসপিসিএমবি আইন কার্যালয়ের অনেক গ্রাহকের একজন। আইনজীবী সেরতেজা নিজেও এসপিসিএমবি আইনি প্রতিষ্ঠানটির অংশ। তিনি আরও দাবি করেন, কোন ধরণের অবৈধ লেনদেনের সঙ্গে এসপিসিএমবি জড়িত নয়। এর আগে বিনয়ের একজন মুখপাত্র জানান, এসপিসিএমবি’র আংশীদার নন বিনয়। তবে তার কন্যা মাকাতির রিপ্রেজেন্টেটিভ আবিগাইল বিনয় ওই প্রতিষ্ঠানের একজন পার্টনার-অন-লিভ।
ফিলিপাইনের অর্থপাচার বিরোধী সংস্থার (এএমএলসি) ৬১ পাতার একটি প্রতিবেদনকে উদ্ধৃত করে ওই খবর দিয়েছে এনকোয়ার। সিনেটর অ্যালান পিটার সায়েতানো বৃহ¯পতিবার ভাইস প্রেসিডেন্টকে কথিত অভিযোগের বিষয়ে লাইন ধরে উত্তর দেয়ার চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, আমি ভাইস প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ জানাচ্ছি। এএমএলসি’র রিপোর্ট ধরুন। স্রেফ দায়সারা উত্তর দেবেন না, রাজনীতি করা হচ্ছে বলে দোষারোপ করবেন না।