৪ বছরের জন্য গভর্নর হলেন ফজলে কবির

0
55

01সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলে কবিরকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন বুধবার জারি করা হয়।

এতে বলা হয়, ‘সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব এবং সোনালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ১০(৫) ধারা অনুযায়ী বর্তমান পদ এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে পরবর্তী ৪ (চার) বছর মেয়াদে বাংলাদেশ ব্যাংক এর গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম ও নাজনীন সুলতানার চুক্তিভিত্তিক নিয়োগ ১৫ মার্চ থেকে বাতিল করে বুধবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here