প্যারিস হামলার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন কয়েকজনকে ধরতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে চালানো অভিযানে একজন নিহত ও চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
এ ঘটনার পর ব্রাসেলসে উচ্চ সতর্কাবস্থা বজায় রাখা হয়েছে।
মঙ্গলবার এই অভিযান শুরু হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ব্রাসেলসের শহরতলী ফরেস্টের একটি ফ্ল্যাটে পুলিশি অভিযানের পর অন্ততপক্ষে দুই সন্দেহভাজন পালিয়ে বেড়াচ্ছেন বলে সন্দেহ করা হচ্ছে।
অভিযানে ওই অ্যাপার্টমেন্টের বাইরে কালাশনিকভ রাইফেলধারী (একে-৪৭) এক সশস্ত্র সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে বেলজীয় আইন কর্মকর্তার দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
অভিযান সারারাত ধরে চলার সম্ভাবনার কথাও জানায় ওই দপ্তর।
এই অভিযান গেল বছরের ১৩ নভেম্বর প্যারিসে চালানো জঙ্গি হামলার সঙ্গে সম্পর্কিত। ইসলামি স্টেটের (আইএস) জঙ্গিদের দায় স্বীকার করা ওই হামলায় ১৩০ জন নিহত হয়েছিলেন।
ব্রাসেলসের এই জঙ্গিবিরোধী অভিযানে বেলজীয় পুলিশের পাশাপাশি ফরাসি পুলিশও অংশ নেয়। আহত চার পুলিশ কর্মকর্তার মধ্যে ফরাসি এক নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছেন অন্যান্য কর্মকর্তারা।
“অভিযান চলাকালে একজন অথবা বেশ কয়েকজন ব্যক্তি দরজা দিয়ে বের হয়ে পুলিশের দিকে গুলি ছুঁড়তে শুরু করে,” বলে এক বিবৃতিতে জানানো হয়।
ওই সময়ই তিন পুলিশ কর্মকর্তা আহত হন। পরে দুপক্ষের গোলাগুলিতে আহত হন আরেকজন। তবে কারো আঘাতই তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিবৃতিতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার দিকে অ্যাপার্টমেন্টের বাইরের রাস্তায় ‘কালাশনিকভধারী এক সন্দেহভাজন’ নিহত হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে নিহত ব্যক্তি প্যারিস হামলার ঘটনায় পলাতক সালাহ আব্দেস্লাম নয় বলে নিশ্চিত করেছেন আইন কর্মকর্তার দপ্তরের মুখপাত্র।
আব্দেস্লাম এই অভিযানের লক্ষ্য ছিলেন না বলে জানিয়েছিল ফরাসি পুলিশের সূত্রগুলো।
ফরেস্টে চালানো এই অভিযানের কারণে এলাকাটি স্তব্ধ হয়ে পড়ে। পাশ দিয়ে যাওয়া প্যারিস-লন্ডন হাই স্পিড ট্রেন চলাচলও বন্ধ থাকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফ্ল্যাটটিতে অভিযান শেষ হলেও পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের খোঁজে পার্শ্ববর্তী অপর একটি এলাকায় অভিযান চলছিল।