বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পাচ্ছে ব্রিটিশ প্রতিষ্ঠান: তোফায়েল

0
0

01বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব ব্রিটিশ প্রতিষ্ঠানকে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট অ্যালিসন ব্লেকের সঙ্গে সাক্ষাৎ শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তোফায়েল আহমেদ বলেন, ‘বিদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তায় যেসব প্রতিষ্ঠান কাজ করে, বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব সেই ধরনের একটি প্রতিষ্ঠানকে দেওয়া হবে।’
আগামী ২০ মার্চের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা যুক্তরাজ্যে বাংলাদেশের কার্গো নিষেধাজ্ঞার বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে কোনও তর্ক করিনি। যুক্তরাজ্যের এ সিদ্ধান্তে আমাদের দেশের ব্যবসায়ীরা খুবই উদ্বিগ্ন। তাছাড়া আমাদের রফতানিও বাড়াতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সঙ্গে ব্রিটিশ ওই প্রতিষ্ঠানের কর্মীরা যৌথভাবে নিরাপত্তার কাজ করবে।’
এছাড়া ব্রিটিশ হাইকমিশনারকে দিল্লির পরিবর্তে ঢাকা থেকে যুক্তরাজ্যের ভিসা দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সম্প্রতি যুক্তরাজ্যে বাংলাদেশের কার্গো প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে সোমবার সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল হাইকমিশনে যায়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘যে মুহূর্তে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সে মুহূর্তে এ ধরণের ঘটনা দুঃখজনক, কল্পনাতীত।
বাংলাদেশের রিজার্ভ যেকোনও সময়ের তুলনায় বেশি, জিডিপি ৭ শতাংশ অর্জন, ৩৪ বিলিয়ন ডলার রফতানির টার্গেট এবং রেমিট্যান্স লক্ষ্যমাত্রার চেয়ে তুলনায় বেশি অর্জিত হওয়ার প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা ঘটলো।’

তিনি আরও বলেন, ‘সরকার দেখতে চায় কোন ত্রুটিতে, কার গাফিলতিতে এ ঘটনা ঘটেছে। পরে বিষয়গুলো বিশ্লেষণ করে বাস্তবসম্মত ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় তিনি বাংলাদেশ ব্যাংক গভর্নরের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত বড় ঘটনা আমাদের বিদেশি পত্রিকার মাধ্যমে জানতে হলো, যা অনভিপ্রেত। কে বা কারা এ চুরির ঘটনা ঘটিয়েছে তার সবকিছু খুঁজে বের করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here