নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১২ মার্চ ॥ গাজীপুরে শনিবার পুলিশের একটি মাইক্রোবাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এসময় পুলিশের ২ কনষ্টেবলসহ মাইক্রেবাসের চালক আহত হয়েছে। নিহত এএসআইয়ের নাম হারুন অর রশীদ (৪২)। তিনি গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার থাপুনআলা গ্রামের মৃত ওমর উদ্দিন মন্ডলের ছেলে।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হক জানান, একটি মাইক্রোবাসে চড়ে পুলিশের কয়েক সদস্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় শনিবার ভোরে টহল দিচ্ছিল। এসময় পুলিশের মাইক্রোবাসটি ওই মহা সড়কে বাঘের বাজারের পুষ্পদাম এলাকায় সড়কের পাশে দাড়িয়ে থাকা পণ্য বোঝাই একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায় এবং মাইক্রোবাস আরোহী পুলিশের এএসআই হারুন এবং ২ কনষ্টেবলসহ মাইক্রোবাসের চালক আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এএসআই হারুন মারা যায়। গুরুতর আহত কনষ্টেবল জব্বার (৩২), কনষ্টেবল মানিক (৪৫) ও মাইক্রোবাসের চালক ফারুককে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হারুন তিন পুত্র সন্তানের জনক।
মাওনা হাইওয়ে থানার ওসি হেলালুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ট্রাক এবং মাইক্রোবাসটি আটক করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।