বিএনপি নেতা সালাহ উদ্দিনকে হরিয়ানার মেদান্তা হাসপাতালে ভর্তি

0
0

বিএনপি নেতা সালাহ উদ্দিন

ভারতে আটক বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য দেশটির রাজধানী নয়াদিল্লিতে নিতে আদালত অনুমতি দিয়েছেন বলে জানিয়েছে মেঘালয়ের রাজ্য পুলিশ। কিডনির জটিলতা ও স্পাইনাল কর্ডের ব্যথা প্রশমনের জন্য বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ভারতের হরিয়ানার মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেল ৪টায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সালাহ উদ্দিন।ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে দীর্ঘদিন ধরে জামিনে মুক্তি পেয়ে অবস্থান করছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। ভারতে আটকের পরের দিন থেকেই চিকিৎসাধীন আছেন তিনি। কিডনির জটিলতা, হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত তিনি।উন্নত চিকিৎসার জন্য দিল্লির এইমস হাসপাতালে যাওয়ার জন্য সালাহ উদ্দিন আহমদ তাঁর আইনজীবীর মাধ্যমে শিলংয়ের আদালতে আবেদন করেছিলেন।

শিলংয়ের সার্দার পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রসাদ বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, গত তিন দিন আগে শিলং আদালত সালাহ উদ্দিন আহমেদকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর আবেদন মঞ্জুর করেছেন।এ ব্যাপারে সালাহ উদ্দিন আহমেদের আইনজীবী এসপি মহন্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সালাহ উদ্দিন আহমেদকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছিল। তবে দিল্লির কোথায় তাঁর চিকিৎসা করানো হবে তা বিস্তারিতভাবে আদালতকে জানাতে হবে।এর বেশি আর কিছু বলতে রাজি হননি আইনজীবী এস পি মহন্ত।

তবে একটি সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশ মেনে আইনি প্রক্রিয়া শেষে খুব দ্রুতই সালাহ উদ্দিন আহমেদ দিল্লির উদ্দেশে রওনা হবেন।গত বছরের ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গলফ লিংক এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে আটক করা হয় সালাহউদ্দিন আহমেদকে। তার আগে গত বছরের ১০ মার্চ বাংলাদেশের ঢাকার উত্তরার বাসা থেকে নিখোঁজ হন বিএনপির এই নেতা। যদিও পরিবারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।শিলংয়ে আটক হওয়ার পর সালাহ উদ্দিন আহমেদ দাবি করেন, আমাকে চোখ বন্ধ করে কে বা কারা ফেলে দিয়ে গেছে।কিডনি জটিলতা ও স্পাইনাল কর্ডে প্রচণ্ড ব্যথা অনুভব করায় চিকিৎসকদের পরামর্শে হরিয়ানার মেদান্তা হাসপাতালে চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি।পরে শিলং ম্যাজিস্ট্রেট আদালতের কাছে তার আইনজীবী অসুস্থতার বিষয়টি জানিয়ে আবেদন করলে আদালত তাকে দিল্লি যাওয়ার অনুমতি দেন। সব আনুষ্ঠানিকতা শেষ করে বৃহস্পতিবার (১০ মার্চ) শিলং থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি।

জটিল চর্ম রোগেও ভুগছেন সালাহ উদ্দিন। তার হৃদযন্ত্রে ব্লক রয়েছে কয়েকটি। সব মিলিয়ে ভালো নেই বিএনপির এই নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here