শ্রীলঙ্কায় সী ঈগলকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ২

0
0

শ্রীলঙ্কায় সী ঈগলকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ২
কলম্বো, ১০ মার্চ, ২০১৬ : শ্রীলঙ্কার পুলিশ একটি সী ঈগলকে নির্যাতনের অভিযোগে বৃহস্পতিবার দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে ওই দুজনকে জীবিত অবস্থায় বিপন্ন প্রজাতির এই পাখিটির পা কাটতে ও চামড়া ছিড়ে ফেলতে দেখা গেছে। ছবিগুলো ফেসবুক ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হওয়ার পর জনমনে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ দেখা দেয়ায় সমুদ্র সৈকতে অবস্থিত পর্যটন কেন্দ্র হাবারাদুওয়ার পুলিশ ওই দুই নিষ্ঠুর ব্যক্তিকে গ্রেফতার করে।

পর্যটন কেন্দ্রটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণে অবস্থিত।খবর বার্তা সংস্থা এএফপি’র।হাবারাদুওয়া পুলিশের প্রধান উদয়া কুমারা টেলিফোনে বলেন, ‘আমাদের গোয়েন্দা ইউনিট এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে খুঁজে বের করতে সক্ষম হয়েছে।’  তিনি আরো বলেন, ‘আমরা ওই ছবিতে থাকা লোকগুলোর মধ্যে দুজনকে গ্রেফতার করেছি এবং বাকী তিন জনের সন্ধানে ব্যাপক তল্লাশী অভিযান চালিয়ে যাচ্ছি।’  ছবিতে দেখা গেছে যে একদল লোক ওই বিপন্ন প্রজাতির পাখিটির চামড়া ছিড়তে দেখছে। অন্তত একজন লোক ছুরি দিয়ে নিষ্ঠুর কাজটি করছে। অন্য একজন মোবাইল ফোনে ছবিটি তুলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here