বিশ্বশান্তি ছড়িয়ে দেওয়ার উৎসবে এলআরবি

0
0

বিশ্বশান্তি ছড়িয়ে দেওয়ার উৎসবে এলআরবি

গানে গানে বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দিতে উপমহাদেশের সংগীতশিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে একদিনের উৎসব। এর শিরোনাম হান্ড্রেড পাইপারস- নেশনস ফর পিস। এতে বাংলাদেশ থেকে অংশ নিতে যাচ্ছে এলআরবি। আইয়ুব বাচ্চুর নেতৃত্বে দলটিতে আছেন স্বপন, রোমেল ও মাসুদ।ভারতের হরিয়ানার গুরগাঁওয়ে ডিএলএফ সাইবার হাবে আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে এই সংগীত উৎসব। এখানে বাংলাদেশের পাশাপাশি থাকছেন ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভূটান ও পাকিস্তানের সংগীতশিল্পীরা।ভারতের রক ব্যান্ড পরিক্রম, ইলেক্ট্রনিকা- ফোক দল হরি ও সুখমনি, নেপালের স্ট্রিম ইনজুনসের অভয়া সুব্বা, ভূটানের দ্রুক রিভাইভাল, পাকিস্তানের নুরি ও শ্রীলঙ্কার প্যারানয়েড আর্থলিং।

আয়োজকরা এক বিবৃতিতে বলেছেন, সব শ্রেণীর মানুষকে একত্র করার বেলায় সংগীত খুব শক্তিশালী মাধ্যম। বিভিন্ন দেশের জনসাধারণের মধ্যে সেতুবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সংগীত।বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘শান্তির শুভেচ্ছাদূত হিসেবে সাতটি দেশের সেরা সংগীতশিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের এই প্রশংসনীয় কাজ সবসময়ই মনে করিয়ে দেবে ইতিবাচক দিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here