রাজীব গান্ধীর খুনিকে প্যারোলে মুক্তি

0
0
nalini_jugantor_6403ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অন্যতম প্রধান খুনি নলিনী শ্রীহরণকে প্যারোলে মুক্তি দেয়া হয়েছে।

মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টে নলিনীর করা একটি প্যারোল আবেদনের শুনানি শেষে তাকে একদিনের জন্য মুক্তি দেয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

নলিনী তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার ষোড়শতম দিনে অংশগ্রহণের জন্য আদালতের কাছে তিনদিনের জন্য প্যারোল মুক্তির আবেদন করলে আদালত একদিনের মুক্তির আদেশ দেন।

এ বিষয়ে বিচারক আর মালা জানিয়েছেন, ‘অভিযুক্তের আবেদনের ভিত্তিতে আদালত ২৪ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দিয়েছে। তার প্যারোল আদেশ মঙ্গলবার বিকাল ৪টা থেকে বুধবার বিকাল ৪টা পর্যন্ত বহাল থাকবে।’ ১৯৯১ সালের ২১ মে চেন্নাইয়ের কাছে শ্রীপেরুমবুদুরে রাজীব গান্ধীর এক নির্বাচনী সমাবেশে এক আত্মঘাতী হামলাকারী হামলা চালিয়ে নির্বাচনী মঞ্চ উড়িয়ে দেয়। এতে রাজীব গান্ধীসহ প্রায় ১৪ জন নিহত হন।
এ হামলার সঙ্গে জড়িত ৭ আসামির একজন নলিনীকে ১৯৯৮ সালের ২৮ জানুয়ারি আদলত মৃত্যুদণ্ড দেন। কিন্তু নলিনীর মেয়ে সন্তানের কথা বিবেচনা করে দণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন দেয়া হয় ২০০০ সালের এপ্রিলে। এদিকে তামিলনাড়ু মুখ্য সচিব জিনানাদেসিকানকে ২০১৫ সালের মার্চে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহর্ষিকে একটি চিঠি লিখেছেন।
এ বিষয়ে রাজীব মেহর্ষি জানান, অভিযুক্তরা যেহেতু এরই মধ্যে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের ২৪ বছর পার করেছেন, তাই তাদের শাস্তি লাঘব করে মুক্তি দেয়ার সিদ্ধান্ত বিবেচনায় নিয়েছে তামিলনাড়ু সরকার। নলিনী ইতিমধ্যে তার যাবজ্জীবন কারাদণ্ডের ২৪ বছর পার করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here