বাংলাদেশ ব্যাংকের আরও বড় অঙ্কের অর্থ চুরির চেষ্টা

0
0
01বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আরও বড় অঙ্কের অর্থ চুরির চেষ্টা করেছিল বিদেশি হ্যাকাররা। প্রথমে চারটি অর্ডারের মাধ্যমে প্রায় ৮০০ কোটি টাকার সমপরিমাণ ১০ কোটি ডলার হাতিয়ে নিতে সফল হয় চক্রটি। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের ওই অ্যাকাউন্ট থেকে এর পর একই কায়দায় আরও কয়েকটি অর্ডার দেওয়া হয়। এসব অর্ডারের মাধ্যমে দুই হাজার ৪০০ কোটি টাকার সমপরিমাণ ৩০ কোটি ডলার চুরির চেষ্টা হয়।

 

সূত্র জানায়, পেমেন্ট সিস্টেমে এত অল্প সময়ে বড় অঙ্কের বেশ কয়েকটি অর্ডারের বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে ফেডারেল রিজার্ভ বাকি অর্থ পরিশোধ বন্ধ রাখে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন। ঢাকা থেকে এ ধরনের পেমেন্ট অর্ডার দেওয়া হয়নি_ এমন তথ্য জানানোর পর বাকি অর্থ চুরির চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়। অবশ্য এর আগেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের এ ঘটনায় প্রথম চারটি অর্ডারের বিপরীতে ১০ কোটি ডলারের পেমেন্ট স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। এর মধ্যে পরে আড়াই কোটি ডলারের সমপরিমাণ প্রায় ২০০ কোটি টাকা ফেরত পাওয়া সম্ভব হয়েছে। বাকি অর্থ উদ্ধারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে, অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ চুরির বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক দাবি করেছে, তাদের পেমেন্ট সিস্টেম হ্যাক হয়নি। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকটির মুখপাত্র অ্যান্দ্রে প্রিস্ট বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার কোনো প্রমাণ নেই। এ অর্থ লেনদেনের ক্ষেত্রে তাদের সিস্টেমে অনুপ্রবেশ বা হ্যাকের কোনো ধরনের ঘটনা ঘটেনি। তার দাবি, ফেডারেল রিজার্ভের পেমেন্ট সিস্টেমের কোনো পর্যায়ে ‘নিয়মবহির্ভূত’ কিছু হয়নি।

যদিও গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ঘটনার জন্য ফেডারেল রিজার্ভকেই দায়ী করেছেন। যুক্তরাষ্ট্রের এই কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘তাদের কাছে টাকা রেখেছি। তারাই এ জন্য রেসপনসেবল। সুতরাং তাদের বিরুদ্ধে মামলা করব।’ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কোনো ধরনের দোষ নেই। এ দায় ফেডারেল রিজার্ভের, যারা এটা হ্যান্ডেল করেন, তাদের কোনো গোলমাল হয়েছে। তাদের কোনো দায়িত্ব নেই_ এটা হতেই পারে না।’

অন্যদিকে বাংলাদেশ ব্যাংক প্রথম দিকে গোপন রাখলেও সোমবার সমকালে হ্যাকের বিষয়টি প্রকাশ পাওয়ার পর সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কিছু তথ্য দিয়েছে। তবে হ্যাকাররা কত অর্থ হাতিয়ে নিতে সক্ষম হয়েছে এবং কী পরিমাণ চুরির চেষ্টা করেছিল, তা এখনও স্পষ্ট করেনি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান সমকালকে বলেন, ‘অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংক স্বীকৃত পদ্ধতি অনুসারে কাজ চলছে। পুরো অর্থ ফেরত আনা সম্ভব হবে।’ হ্যাকাররা ওই সময় আরও কী পরিমাণ অর্থ চুরির চেষ্টা করেছিল, তা জানতে চাইলে তিনি বলেন, ‘পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হলে এখনই কিছু বলা যাবে না।’

প্রাপ্ত তথ্যমতে, চীনা হ্যাকার গ্রুপ বিশেষ উপায়ে ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টের পুরো সিস্টেম হ্যাক করে একের পর এক পেমেন্ট অর্ডার দেয়। এসব পেমেন্ট অর্ডারের অনেকগুলো দেওয়া হয় বিভিন্ন ব্যক্তি ও ব্যাংক শাখার অ্যাকাউন্টে। প্রথম চারটি অর্ডারের বিপরীতে ফেডারেল রিজার্ভ থেকে ফিলিপাইন ও শ্রীলংকায় ১০ কোটি ডলার পরিশোধ হয়ে যায়। এর মধ্যে শ্রীলংকায় যাওয়া আড়াই কোটি ডলার সমপরিমাণ প্রায় ২০০ কোটি টাকা ফেরত পেয়েছে বাংলাদেশ ব্যাংক। বাকি সাড়ে সাত কোটি ডলারের সমপরিমাণ ৬০০ কোটি টাকা ফেরত আনার চেষ্টা চলছে।

সূত্র জানায়, ওই হ্যাকার গ্রুপ একই উপায়ে বেশ কয়েকটি অর্ডারের মাধ্যমে বিভিন্ন দেশে আরও ৩০ কোটি ডলারের পেমেন্ট অর্ডার দেয়। এসব অর্ডারের অনেকগুলো বিভিন্ন ব্যক্তি ও ব্যাংক শাখার অ্যাকাউন্টে দেওয়ার বিষয়টি ফেডারেল রিজার্ভের কাছে সন্দেহজনক মনে হয়। এর পর ফেডারেল রিজার্ভের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানালে এখান থেকে এ ধরনের কোনো পরিশোধ অর্ডার দেওয়া হয়নি জানিয়ে তা বন্ধের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারে বিভিন্ন পর্যায় থেকে কাজ করছে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কোনো পর্যায়ে গাফিলতি ছিল কি-না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি এ কাজের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্বব্যাংকের অভিজ্ঞতাসম্পন্ন সাইবার বিশেষজ্ঞ রাকেশ আস্তানা ও তার দলকে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন। প্রাথমিক অনুসন্ধান শেষে তারা জানিয়েছেন, অত্যন্ত দক্ষ হ্যাকার গ্রুপ ঘটনাটি ঘটিয়েছে। এর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে র‌্যাবের একটি বিশেষজ্ঞ দলও গতকাল বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাকেশ আস্তানার সঙ্গে বৈঠক করে। র‌্যাবের কর্মকর্তাদের জানানো হয়, এখন পর্যন্ত পরামর্শক দলটি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের কোনো পর্যায়ের দায় পায়নি। তবে চাইলে র‌্যাব অধিকতর তদন্ত করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, অন্যান্য পদক্ষেপের পাশাপাশি বিভিন্ন দেশের যেসব অ্যাকাউন্টে এ অর্থ স্থানান্তরের চেষ্টা করা হয়েছিল, সেগুলোর অ্যাকাউন্টহোল্ডারদের খুঁজে বের করার চেষ্টা করছে বিশ্বব্যাপী মানিলন্ডারিং প্রতিরোধে কাজ করে এমন একাধিক সংস্থা। ওই সব অ্যাকাউন্টধারীকে খুঁজে পাওয়া গেলে হ্যাকের পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করেন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here