মঙ্গলবার উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও উপজেলার যুগ্ম আহবায়ক শামছুল হক ছোট্টু নির্বাচনি প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে রাতে প্রতিপক্ষের হামলার শিকার হন । এসময় তার মোটরসাইকেলে থাকা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনও গুরুতর আহত হন। রাত ৯টায় আহতদেরকে খুলনা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবার পথে শামছুল হক রাত সাড়ে ১২টায় মারা যান।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মল্লিক জানান, রাতে হামলার ঘটনা জানতে পেরে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। আহতদেরকেও চিকিৎসার ব্যাবস্থা করা হয়।
তিনি আরও জানান, অভিযোগ পেলেই আসামিদের গ্রেফতার করা হবে।
জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন জানান, রাতে ইউনিয়ন বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল ইসলামের ভাগ্নে শামছুল হক ছোট্টু প্রচারণা শেষে বাড়ি ফিরছিল। এমন সময় খেজুরতলা নামক স্থানে তাদের মোটর সাইকেলের গতিরোধ করে প্রতিপক্ষ আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি প্রার্থীর বিজয় ঠেকাতে এই নৃশংস হত্যাকাণ্ড চালায়।