বিপুল সংখ্যক শিশুকে দলে ভিড়িয়ে তাদের মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে ইসলামিক স্টেট (আইএস)। নজিরবিহীন হারে শিশুদের যুদ্ধে নামাচ্ছে তারা। যুদ্ধ করতে গিয়ে আত্মঘাতী হামলা চালানোসহ আরও নানাভাবে মারা যাচ্ছে শিশুরা।
জেহাদের ধারা অব্যাহত রাখতে চাই পরবর্তী প্রজন্ম। এ জন্য প্রায় ৩১ হাজার অন্তঃস্বত্তা নারীকে বন্দি করে রেখেছে জঙ্গি সংগঠন আইএস। শিশুদের মনে আইএস কীভাবে তাদের চিন্তাভাবনা ছড়িয়ে দিচ্ছে, সে সংক্রান্ত বিস্তারিত রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। লন্ডনের সন্ত্রাস-বিরোধী থিঙ্কট্যাঙ্ক কুইলিয়াম এই রিপোর্ট তৈরি করেছে। কুইলিয়াম আইএস কীভাবে বাড়িতে ও স্কুলে জেহাদির মন্ত্র দেয়, সে বিষয়ে অনুসন্ধান করেছে। সেই অনুসন্ধানের রিপোর্টের নাম চিলড্রেন অফ ইসলামিক স্টেট। ওই রিপোর্টে সায় দিয়েছে রাষ্ট্রপুঞ্জও।
রিপোর্টে বলা হয়েছে, বড়দের তুলনায় আইএস শিশুদের উপযুক্ত ও বিপজ্জনক জিহাদি মনে করে। কারণ, ওই জঙ্গি সংগঠন মনে করে, শিশুদের সরল মনে তাদের বিষাক্ত ভাবধারার প্রসার অনেক সহজ। এ কারণে জন্ম থেকেই তাদের জিহাদি হিসেবে গড়ে তোলার ছক কষেছে আইএস।
নৃশংসতার সঙ্গে শিশুদের সড়সড় করে তোলার জন্য তাদের মানুষের কাটামুণ্ডু দিয়ে ফুটবল খেলানোর মতো পদ্ধতির আশ্রয় নিয়েছে আইএস। এভাবে পরবর্তী প্রজন্মকে জিহাদি গড়ে তোলার কৌশল নিয়েছে তারা। এজন্য তারা শিশুদের অপহরণও করছে। এছাড়াও তাদের দখলে রয়েছে ৩১ হাজার অন্তঃস্বত্ত্বা নারী।