0
0
011নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দায়েরকৃত দুইটি মামলার মধ্যে একটি বাতিল চেয়ে হাইকোর্টে করা র‌্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদের আবেদনের রায় সোমবার দুপুরে ঘোষণা করা হবে। বিচারপতি মোহম্মদ ইমদাদুল হকের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করবে।
গত ২৯ ফেব্রুয়ারি ফৌজদারি কার্যবিধি ৫৬১(ক) ধারায় মামলা বাতিল চেয়ে আবেদনটি দায়ের করা হয়। নারায়গঞ্জের সাত খুনের ঘটনায় নিহত আইনজীবী সরকারের জামাতা বিজর কুমার পাল এই মামলা দায়ের করেছিলেন। আবেদনে ঐ মামলাটি বাতিল চাওয়া হয়েছে।
আবেদনে বলা হয়েছে, আইন অনুযায়ী একই ঘটনায় দুইটি মামলা চলতে পারে না। এটা ন্যায়বিচারের পরিপন্থি। তাই বাতিল করা প্রয়োজন।
সাক খুনের ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা হোসেন আরেকটি মামলা দায়র করেন। এই দুই মামলায় বিচার কাজ একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আদালতে অনুষ্ঠিত হচ্ছে। আজ এই মামলায় সেলিনা হোসেনকে জেরার জন্য দিন ধার্য রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here