ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে দ্বিতীয় রাউন্ডে ওঠাই লক্ষ্য: মাশরাফি

0
0
011ওয়ার্ল্ড টি-টোয়েন্টির বাছাইপর্বের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠাই লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সোমবার ভারতের উত্তেশ্যে দেশ ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
মাশরাফি বিন মুর্তজা বলেন, আমাদের প্রথমেই তো কোয়ালিফাই খেলতে হবে। আশা করি, ইনশাআল্লাহ আমরা ভাল খেলব। সেকেন্ড রাউন্ডে যেতে পারব আশা করি। সেকেন্ডে রাউন্ডে গেলে সেখানে আরো অনেক বড় টিমের সঙ্গে খেলা। আপনার সবাই দোয়া করবেন।
সকাল ১০টা ৫ মিনিটে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইট টাইগারদের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হয়। সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাড়া করা বিমানে ধর্মশালায় পৌঁছাবেন তারা।
আগামী ৯ মার্চ ধর্মশালায় হতে যাওয়া বাছাইপর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানে বিপক্ষে খেলবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আটটি দল সরাসরি খেলবে মূলপর্বে। আর বাছাইপর্ব থেকে আসবে দুটি দল। আগামী ১৫ মার্চ ১০টি দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে। আগামী ৩ এপ্রিল হবে ১৫ মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here