জিয়া ছিলেন স্বাধীনতা ঘোষণার পাঠক : কাদের

0
0

100সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মরহুম জিয়াউর রহমান নিজেই বলেছিলেন, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি বাংলাদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে। ওটা মরহুম এম এ হান্নানও ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমানের ঘোষণা ওই সময় তাৎপর্য ছিল না, এটা আমরা অস্বীকার করব না। তবে জিয়া ছিলেন স্বাধীনতা ঘোষণার পাঠক।’
আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সফল করতে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ৭ মার্চের ভাষণ এত দিন বিশ্বের সেরা ভাষণের মধ্যে ছিল না। দেরিতে হলেও বঙ্গবন্ধুর এই ভাষণটি এখন বিশ্বের সেরা ভাষণগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এতে জাতি হিসেবে আমরা আনন্দিত, গর্বিত।

এক-এগারোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কারা মঞ্চে, কারা নেপথ্যে ছিলেন, এটা নিয়ে আরও গবেষণা ও চিন্তাভাবনার সময় আছে। সেদিন তো অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আর গ্রেপ্তার করা হয় যারা ক্ষমতায় থাকে, তাদের। ওই সময় শেখ হাসিনা ছিলেন বিরোধী দলের নেতা। তাঁকেই প্রথম গ্রেপ্তার করা হয়। তাঁকে পোশাক পর্যন্ত পাল্টাতে দেওয়া হয়নি। যিনি এক সময় প্রধানমন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধু কন্যা। কোর্টের মধ্যে কীভাবে তাঁকে টানা-হেঁচড়া করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংসদ এনামুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here