‘এক-এগারো’ এর পেছনে সুশীল সমাজের প্রত্যক্ষ ভূমিকা ছিল: ওবায়দুল কাদের

0
0
01আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কিছু রাজনীতিবিদের সহযোগিতায় সুশীল সমাজের কতিপয় লোক ‘এক-এগারো’ সৃষ্টি করেছিলেন। তাদের কারণেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিবিরোধী কর্মকান্ড পরিচালনা করতে পেরেছিল।’
তিনি শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এই কথা বলেন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষে ছাত্রলীগ এই মতবিনিময় সভার আয়োজন করে।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে আয়োজিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বায়েজিদ আহমেদ খান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
ওবায়দুল কাদের বলেন, তৎকালীন সেনা সমর্থিত সরকারের সময় কারাগার ছিল রাজনীতিবিদদের জন্য পাঠশালা স্বরূপ। ১/১১ থেকে অনেক কিছু শেখার ছিল। শিক্ষা নিয়েছিল বলেই আওয়ামী লীগ এখন অধিক সংগঠিত। আর বিএনপি এখান থেকে কোনো শিক্ষা নিতে পারেনি বলেই তাদের (বিএনপি) এখন করুণ দশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here