দৈনিক বার্তা ডেস্কঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ভয়ংকর একটি সংঘবদ্ধ দলের নাম মোল্যা বাহিনী। অনলাইন পোর্টাল দৈনিক বার্তায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হওয়ায় এবার প্রাণনাশের হুমকি দেওয়া হলো সরেজমিন এ গিয়ে প্রতিবেদন তৈরী করা সাংবাদিককে।
প্রকাশ্য দিবালোকে মীরের কাপাষহাটিয়া বাজারের উপর দাড়িয়ে প্রতিবেদককে মেরে ফেলার হুমকি দেয় কবীর মোল্যা ও আঞ্জু কাজী। পাশাপাশি তারা মীরের কাপাষ হাটিয়া গ্রামের বাবলু খান ও কবীর মোল্যার চাচাত ভাই বাচ্চু মোল্যাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। যে কোন মুহুর্তে ভয়াবহ সংঘর্ষ লেগে যেতে পারে গরু চোর গ্রুপের সাথে প্রতিবাদকারী গ্রামবাসীর। কবীর মোল্যার সহযোগীতাকারী আঞ্জু কাজী পার্শ্ববর্তী গ্রামের চোর-ডাকাতদের এনে গ্রামে মহড়া দিচ্ছে। কবীর মোল্যা ও আঞ্জু কাজীর হুমকির কারনে হিন্দু সম্প্রদায়ের রতন বাবু তার পরিবার নিয়ে আতংকের মাঝে দিন কাটাচ্ছেন।
খোকসাহাটের আমুদে ও সাধনের গরু এবং সমসকান্দীর আকিদুলের ২টা গরু জবাই করে খাওয়ার সাথে জড়িত বাকী,আজিজার,নায়েবআলী,ওহিদ আঞ্জু কাজী। এদের হাত থেকে রক্ষা পাইনি লক্ষনদিয়ার ঢাকালে পাড়ার ছাত্তারের গম। লুট করে আনা হয় ২০ মন গম। এ নিয়ে গ্রামে অনেক সালিশ বিচার হয়েছে কিন্তু কোন প্রতিকার হয়নি। গ্রামের নীরিহ লোকজনকে হয়রানী করে পয়সা আদায় এবাহিনীর প্রধান কাজ।
এব্যাপারে বাবলু খান জানান গ্রামের চোর ডাকাত পালনকারী গ্রুপের অন্যায় কাজের প্রতিবাদ করার কারনে আমাকে ৬টি হয়রানী মামলা দিয়েছে। সমাজে নানা ভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।মঙ্গলবার বিকাল বেলা কবীর ও আঞ্জুকাজী দলবল নিয়ে আমাকে ও বাচ্চু মোল্যাকে মেরে হুমকি দেয়। এব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।