রাশিয়া, কাতারেই হচ্ছে বিশ্বকাপ

0
63
1২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়া ও কাতারেই হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নবনির্বাচিত সভাপতি জিয়ান্নি ইনফানতিনো।

২০১০ সালের ডিসেম্বরে জুরিখে বিতর্কিত ভোটের মাধ্যমে রাশিয়া ও কাতার পরবর্তী দুই বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভ করে। এই দুটি টুর্নাামেন্টের স্বত্ব পাওয়ার বিডিং প্রক্রিয়া নিয়ে বিতর্ক উঠার সুইস তদন্তকারী সংস্থা পুরো বিষয়টি তদন্তের দায়িত্ব নেয়।

সভাপতি নির্বাচিত হওয়ার পরে জুরিখে ফিফার সদরদফতরে প্রথমবারের মতো প্রবেশ করেই সোমবার ইনফানতিনো বলেছেন, ‘রাশিয়া ও কাতারেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপ আয়োজিত হবে।’

গত মার্চে ফিফার কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপ জুন মাসের বদলে ডিসেম্বরে হবে। সূত্র: কিকঅব ডট কম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here