মসুল বাঁধ ভেঙে ভয়াবহ সুনামিতে নিহত হবে লাখ লাখ ইরাকি

0
0
01যুক্তরাষ্ট্র হুঁশিয়ার করে দিয়েছে যে, মসুল বাঁধ ভেঙে গেলে লাখ লাখ ইরাকি প্রাণ হারাবে এবং ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে আনতে সরকার সক্ষম হবে না। তারা বলেছে, মসুল বাঁধ ‘নজিরবিহীন’ বিপদের মধ্যে রয়েছে এবং ‘বিপর্যয়কর ব্যর্থতা’ দেখা দিলে যে প্রচণ্ড জলোচ্ছ্বাসের সৃষ্টি হবে তাতে শহরগুলো মাটির সাথে মিশে যেতে পারে এবং এতে কয়েক ঘণ্টার মধ্যে লাখ লাখ ইরাকি নিহত হবে।
মার্কিন সরকার বাঁধটির অবস্থা সম্পর্কে অস্বাভাবিক কঠোর হুঁশিয়ারি জানিয়েছে। কারণ বাঁধটি ভেঙে গেলে যে ‘সুনামির মতো প্রচণ্ড জলোচ্ছ্বাসের’ সৃষ্টি হবে, যাতে দেশটির প্রায় এক-তৃতীয়াংশ ধ্বংস হয়ে যাবে।
১৯৮৪ সালে মসুল বাঁধটি নির্মাণ করা হয়। কিন্তু কয়েক দশক ধরে চলা স্বৈরশাসন, যুদ্ধ, অস্থিতিশীলতার কারণে এর অতি প্রয়োজনীয় সংস্কারকাজ করা সম্ভব হয়নি। এর বিদ্যুৎ গ্রিড পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং বাঁধটি ভেঙে গেলে ইরাকের বিভিন্ন এলাকার প্রধান প্রধান শহরগুলো কয়েক সপ্তাহ যাবৎ পানিতে তলিয়ে থাকবে। যুক্তরাষ্ট্র বলছে, বাঁধটির আশপাশের এলাকাগুলো আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে ইরাক সরকারের পক্ষে তাদের উদ্ধার করা সম্ভব হবে না। সে কারণে নিজ উদ্যোগে এলাকা ছেড়ে চলে আসতে অধিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বাগদাদে মার্কিন দূতাবাস বলেছে, দীর্ঘ সময় ধরে অমেরামত অবস্থায় থাকায় বাঁধটির বিপদ এখন ‘নজীরবিহীন’ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তবে বাঁধটিতে কখন ফাটল বা ধস নামবে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও আভাস পাওয়া যাচ্ছে যে, ইরাক ও মার্কিন সরকার বাঁধটির অববাহিকায় অবস্থিত ১৫ লাখ মানুষকে আগাম হুঁশিয়ারি জানিয়ে জরুরি নোটিশ জানানোর একটি ব্যবস্থা স্থাপনের কাজ শুরু করেছে। মার্কিন সরকার বলেছে, মসুল বাঁধ মারাত্মক বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং এটি ভেঙে গেলে ভয়াবহ বিপর্যয়ের কারণ হবে। এতে অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটবে। গণহারে লোকজন গৃহহীন হয়ে পড়বে এবং পানির তোড়ে অববাহিকার অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে যাবে।
বাঁধটি ভেঙে গেলে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল কয়েক ঘণ্টার মধ্যে ৪৫ ফুট পানির নিচে তলিয়ে যাবে। ফলে লোকজন পালিয়ে যাওয়ারও সময় পাবে না। শহরটি ২০১৪ থেকে আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। ঢেউ সুদূর সামারা পর্যন্ত যেয়ে আঘাত হানবে। প্রাণ হারাবে লাখ লাখ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here