ধানমণ্ডি লেক থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

0
68
01রাজধানীর ধানমণ্ডি লেক থেকে সুদীপ্ত দত্ত নামে এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধানমণ্ডি থানার ওসি নূরে-আজম মিয়া জানান, মঙ্গলবার সকালে জিগাতলা সংলগ্ন লেকের পানিতে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় পথচারীরা। পরে সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করা হয়।
ওসি জানান, সুদীপ্ত বীরশ্রেষ্ট নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তার বাসা ১৬৯/১ পূর্ব রায়ের বাজার। বাবার অসীম কুমার দত্ত।
পুলিশের কাছে সুদীপ্তের মা ছন্দা দত্ত জানিয়েছেন, দুই দিন আগে তার ছেলে বাসা থেকে রাগ করে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তবে কি কারণে সুদীপ্তের লাশ পানিতে পাওয়া গেল তা তিনি ধারণা করতে পারছেন না।
সুদীপ্তের গায়ে গেঞ্জি ও প্যান্ট ছিল। সারা শরীর ফুলে গেছে; আঘাতের চিহ্ন আছে কি না বোঝা যাচ্ছে না। লাশটি কয়েকদিন আগের হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য সুদীপ্তর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে পুলিশের ধারণা, সুদীপ্ত আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here