টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে একধাপ এগোলো বাংলাদেশ

0
0
Dhaka :  Bangladesh’s players walk back after winning the Asia Cup Twenty20 international cricket match against Sri Lanka in Dhaka, Bangladesh, Sunday, Feb. 28, 2016. AP/ PTI(AP2_28_2016_000164B)
Dhaka : Bangladesh’s players walk back after winning the Asia Cup Twenty20 international cricket match against Sri Lanka in Dhaka, Bangladesh, Sunday, Feb. 28, 2016. AP/ PTI(AP2_28_2016_000164B)

এশিয়া কাপে টানা দ্বিতীয় জয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ। এ বছর জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ ব্যবধানে ড্র করার পর নেমে গিয়েছিল র‍্যাঙ্কিংয়ের ১১তম অবস্থানে। বাংলাদেশেরও আগে ছিল স্কটল্যান্ড। তবে এশিয়া কাপে আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছে মাশরাফিরা।

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন দশম স্থানে। বাংলাদেশের রেটিং ৭০। ৭৭ রেটিং নিয়ে নবম স্থানে আছে আফগানিস্তান। ১২৪ রেটিং নিয়ে শীর্ষে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here